For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল দিল্লি হাইকোর্টে

১৯৮৪ সালের শিখ দাঙ্গায় নিম্ন আদালতে সাজা প্রাপ্ত ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৪ সালের শিখ দাঙ্গায় নিম্ন আদালতে সাজা প্রাপ্ত ৮৮ জনের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। এদিন সকলকেই দোষী সাব্যস্ত করে সাজা বহাল রাখা হয়েছে। সেইবছর ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকায়।

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় ৮৮ জনের সাজা বহাল দিল্লি হাইকোর্টে

শিখ দাঙ্গায় মোট ২৮০০ জন মারা যান। তার মধ্যে দিল্লিতেই ২১০০ জনের মৃত্যু হয়। গত সপ্তাহে দিল্লির আদালত যশপাল সিং ও নরেশ শেরাওয়াতকে ফাঁসির সাজা দেয়। তারপর এদিন এতজনের সাজা বহাল রাখল। সকলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৫ সালে শিখ দাঙ্গার মামলা ফের চালু হয়। তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। তার আগে ১৯৯৪ সালে দিল্লি পুলিশ মামলা বন্ধ করে দিয়েছিল।

এদিন বিচারপতি আরকে গৌবা ২২ বছরের পুরনো রায়কেই বহাল রাখেন। কারণ এই অভিযুক্তদের ১৯০৯৬ সালের ২৭ অগাস্ট সাজা দেওয়া হয়েছিল। মোট ১০৭ জনকে গ্রেফতার করা হয়।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুন হন দুই শিখ নিরাপত্তারক্ষীর হাতে। তারপরই শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়। তাতে কয়েক হাজার মানুষ মারা যান।

English summary
Delhi HC upholds conviction of 88 people accused in 1984 anti-Sikh riots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X