For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ আপ জন বিধায়ক বরখাস্ত মামলায় বড় সাফল্য কেজরিওয়াল শিবিরের, যা জানাল আদালত

পদের অপব্যবহার সংক্রান্ত 'অফিস অব প্রফিট' মামলায় বড়সড় সাফল্যের মুখ দেখল কেজরিওয়াল শিবির।

  • |
Google Oneindia Bengali News

পদের অপব্যবহার সংক্রান্ত 'অফিস অব প্রফিট' মামলায় বড়সড় সাফল্যের মুখ দেখল কেজরিওয়াল শিবির। এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের ২০ জন বিধায়ককে বরখাস্ত করার সুপারিশ জানায় নির্বাচন কমিশন। সেই বহিষ্কারের সুপারিশকে সরিয়ে রেখে, আবারও ২০ জন বিধায়ককে বহাল করল দিল্লি আদালত।

২০ আপ জন বিধায়ক বরখাস্ত মামলায় বড় সাফল্য কেজরিওয়াল শিবিরের, যা জানাল আদালত

[আরও পড়ুন: আর্থিক দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন চিদাম্বরম পুত্র ][আরও পড়ুন: আর্থিক দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন চিদাম্বরম পুত্র ]

দিল্লি হাইকোর্ট জানিয়েছে, আপ বিধায়কদের বরখাস্তের সিদ্ধান্ত একটি 'খারাপ আইনি পদক্ষেপ'। ফলে আবারও এই সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনে নতুন করে শুনানির কথা জানিয়েছে হাইকোর্ট। আদালাত এও জানিয়েছে, যে এই মামলায় স্বাভাবিক বিচারধারা ব্যহত হয়েছে। কোনো ভাবেই বহিষ্কারের আগে আপ বিধায়কদের শোনানো হয়নি বিচারের রায়। ফলে, এই মামলায় একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে, আদালাতের রায় সামনে আসার পরই টুইটে এই রায়কে স্বাগত জানান কেজরিওয়াল।

এর আগে, 'অফিস অব প্রফিট ' মামলায় ২০ জন আপ বিধায়ককে বরখাস্ত করার সুপারিশ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি আদালতের দ্বারস্থ হয় কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। তার প্রেক্ষিতেই হাইকোর্ট এই রায় দিয়েছে।

[আরও পড়ুন: স্ত্রীকে জনসমক্ষে বেঁধে মারধর, এমনই নির্দেশ দিল এই পঞ্চায়েত, কোন কারণে অত্যাচার জানেন][আরও পড়ুন: স্ত্রীকে জনসমক্ষে বেঁধে মারধর, এমনই নির্দেশ দিল এই পঞ্চায়েত, কোন কারণে অত্যাচার জানেন]

English summary
Delhi HC restores membership of 20 disqualified AAP MLAs, refers case back to EC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X