For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যাশনাল হেরাল্ড মামলা! হাইকোর্টে বড় ধাক্কা সনিয়া-রাহুলের

হাইকোর্টে বড় ধাক্কা খেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২০১১-১২ অর্থ বর্ষে তাঁদের আয়কর তথ্য নতুন করে খতিয়ে দেখতে চেয়েছিল আয়কর দফতর।

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টে বড় ধাক্কা খেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২০১১-১২ অর্থ বর্ষে তাঁদের আয়কর তথ্য নতুন করে খতিয়ে দেখতে চেয়েছিল আয়কর দফতর। কিন্তু এরই বিরুদ্ধে দিল্লি আদালতে আবেদন করেছিল সনিয়া-রাহুল। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ন্যাশনাল হেরল্ড মামলা! হাইকোর্টে বড় ধাক্কা সনিয়া-রাহুলের

দিল্লি হাইকোর্টের বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং একে চাওলা বলেছেন, করদাতাদের কোনও বছরের আয়কর তথ্য নতুন করে খতিয়ে দেখার অধিকার আছে আয়কর দফতরের। তবে বিষয়টি নিয়ে তাঁরা আয়কর দফতরের কাছে আবেদন জানাতে পারেন।

বিতর্ক দেখা দেয় ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি নিয়ে। বিপুল ঋণ থাকায় ২০০৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে গিয়েছিল। ২০১০ সালে তৈরি হয় ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে সংস্থা। সেই সংস্থার শেয়ার হোল্ডারদের মধ্যে ছিলেন, রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী। সেই সংস্থার হাতেই তুলে দেওয়া হয়েছিল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি।

[আরও পড়ুন:ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে][আরও পড়ুন:ভেঙেই গেল শোভন-রত্নার সম্পর্ক! কোন শর্তে মিলল রফা, দেখুন একনজরে]

বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী বিষয়টি নিয়ে মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি, কংগ্রেসের কাছে ৯০ কোটি টাকার ঋণ ছিল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের। সেই ঋণের টাকা না মিটিয়েই ৫০ লক্ষ টাকার বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন:সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন দাবি অসমের মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন:সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন দাবি অসমের মুখ্যমন্ত্রীর]

সুব্রামনিয়াম স্বামীর অভিযোগ ছিল, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তির পরিমাণ অন্তত দুহাজার কোটি। সেই টাকা থেকেই ঋণ মেটানো যেত। কিন্তু তা না করেই সংস্থাটি রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন:সিপিইসি চুক্তি পর্যালোচনা করবে ইমরানের পাকিস্তান, বেজিংকে নয়া বার্তা ইসলামাবাদের][আরও পড়ুন:সিপিইসি চুক্তি পর্যালোচনা করবে ইমরানের পাকিস্তান, বেজিংকে নয়া বার্তা ইসলামাবাদের]

English summary
In a setback to Congress president Rahul Gandhi and his mother Sonia, the Delhi HC justified re-opening of their tax assessments for 2011-12 relating to National Herald case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X