For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতিতে অভিযুক্ত ৩০০ বিচারক, তদন্ত শুরু করল দিল্লি হাই কোর্ট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ২৪ নভেম্বর: ওঁরা অভিযুক্তদের কাঠগড়ায় তুলে বিচার করেন। কিন্তু এখন ওঁদের কাঠগড়ায় ওঠার পালা! দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে দিল্লির নিম্ন আদালতগুলির ৩০০ জন বিচারকের বিরুদ্ধে। অপরাধ প্রমাণ হলে শাস্তির মুখে পড়তে হবে বিচারক মহাশয়দের।

নিম্ন আদালতের বিচারকদের টেক-স্যাভি করতে দিল্লি সরকার ও দিল্লি হাই কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল। কয়েকশো বিচারককে মাথাপিছু এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয়। বলা হয়, এই টাকা দিয়ে তাঁরা ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার ও আই প্যাড কিনতে পারবেন। অনলাইনে মামলা নাড়াচাড়া করলে তার নিষ্পত্তিও হবে সহজে। অভিযোগ, অন্তত ৩০০ বিচারক ওই টাকায় টিভি, ফ্রিজ, হোম থিয়েটার কিনেছেন। কেউ আবার বিদেশে ছুটি কাটিয়ে এসেছেন।

এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি জি রোহিনী তদন্ত কমিটি গড়েন। এখন অভিযুক্ত ৩০০ বিচারকের লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। এঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ডের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে হাই কোর্ট।

দিল্লি হাই কোর্টের এক পদস্থ অফিসার বলেন, "মাননীয়া প্রধান বিচারপতির নির্দেশে আমরা তদন্ত শুরু করেছি। ওই ৩০০ জন বিচারকের বিরুদ্ধে প্রাথমিক তথ্যপ্রমাণ পেয়েছি। তবে আরও বিশদে তদন্ত চালাতে হবে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

English summary
Delhi HC investigates alleged scam by 300 lower court judges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X