For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ৩০ ধরনের অস্ত্রোপচার বিনামূল্য হতে চলেছে, ঘোষণা দিল্লি সরকারের

দিল্লির ৪১ টি বেসরকারি হাসপাতালে ৩০ ধরনের অস্ত্রপচার বিনামূল্যে সংগঠিত করার ঘোষণা করল দিল্লির আম আদমি পার্টি সরকার।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ মার্চ : দিল্লির ৪১ টি বেসরকারি হাসপাতালে ৩০ ধরনের অস্ত্রোপচার বিনামূল্যে সংগঠিত করার ঘোষণা করল দিল্লির আম আদমি পার্টি সরকার। তবে এজন্য নয়াদিল্লির সরকারি হাসপাতালগুলি থেকে 'রেফার্ড' হয়ে আসতে হবে রোগীদের।

দিল্লিতে আম আদমি পার্টির সরকার ও ৪১ টি প্রাইভেট হাসপাতালের মধ্যে চুক্তির ফলে এই পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চিকিৎসা বিষয়ক একটি স্কিমের আওতায় পড়ে এই উদ্যোগ।

দিল্লিতে ৩০ ধরনের অস্ত্রপাচার বিনামূল্য হতে চলেছে, ঘোষণা দিল্লি সরকারের

'সম্পূর্ণ চিকিৎসা' বলতে বোঝায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ, অস্ত্রপচার, ওধুষ, ; খাওয়াদাওয়ার খরচ, এছাডা়ও হাসপাতালে থাকার খরচ এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রোগীর সংশ্লিষ্ট রোগ সংক্রান্ত চিকিৎসকের সাথে যোগাযোগের খরচ এই উদ্যোগের আওতায় পড়ছে। তবে গোটা উদ্যোগটির সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে রোগীদের।

নয়াদিল্লি সরকারের ঘোষণা অনুযায়ী বিনামূল্যে যে ৩০ ধরনের অস্ত্রোপচার হবে, তার তালিকা নিচে দেওয়া হল।

  • লেপ্রোস্কপিক কলেসিস্টেকটোমি
  • থাইরয়েড অস্ত্রোপচার
  • হেমোরয়ডেক্টোমি
  • স্ট্যাপেল্ড হেমোরয়ডেক্টোমি
  • হেমোরয়ডেক্টোমি ও ফিসউরেক্টোমি
  • ফিসউরেক্টোমি
  • ফিস্চুলা হাই এন্ড
  • ফিস্চুলা লো এন্ড
  • অ্যাপোন্ডেক্টোমি
  • পিনোলনিডাল সাইনাস সংক্নান্ত অস্ত্রপচার
  • পিনোলনিডাল সাইনাস সংক্রান্ত প্রাথমিক অস্ত্রপচার
  • থাইরয়েডেক্টোমি
  • ব্রেস্ট লাম্পেক্টোমি
  • চোখের ছানি সংক্রান্ত অস্ত্রপচার
  • মাস্টয়েডক্টোমি
  • টনসিল সংক্রান্ত অস্ত্রপচার
  • টাইমপানোপ্লাস্টি
  • সেপ্টোপ্লাস্টি
  • নাসাল পলিপ(ইউনিল্যাটারাল)
  • নাসাল পলিপ(বাইল্যাটারাল)
  • কর্টিক্যাল মাস্টয়েডেক্টোমি
  • পেরিটনসিলার অ্যাবসেস
  • সেপ্টোপ্লাস্টি ও টারবিনোপ্লাস্টি
  • মাইরিঙ্গোটোমি
  • সিএবিজি, হার্ট বাইপাস অস্ত্রোপচার
  • পিসিএনএল
  • সাইস্টোস্কোপি
  • প্রস্টেট
  • কিডনিস্টোন
English summary
The Delhi Government has announced that it will facilitate 30 free surgeries for patients who are referred by government hospitals in the city. The step taken as a result of a tie up between the Aam Aadmi Party (AAP) and 41 private hospitals in Delhi will reimburse these hospitals for the complete treatment at Central Government Health Schemes (CGHS) rates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X