ধোঁয়াশার পর এবার কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লি, বাতিল বহু এক্সপ্রেস ট্রেন
দূষণের ধোঁয়াশা কাটতে না কাটতেই এবার কুয়াশার প্রভাবে বিপর্যস্ত দিল্লির স্বাভাবিক জনজীবন। কুয়াশার জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে ৮টি ট্রেন। দেরিতে চলেছে ৬৯ টি ট্রেন। ২২ টি ট্রেনকে আবারও নতুন সময়সূচির মধ্যে রাখা হয়েছে।

বাতিল হয়েছে দিল্লি আজমগড় কৈফিয়াৎ এক্সপ্রেস, নয়াদিল্লি- বারাণসী মহানামা এক্সপ্রেস, আনন্দবিহার-মৌ এক্সপ্রেস, শ্রীগঙ্গানগর-দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেস, দিল্লি-ফজলিকা ইন্টারসিটি, দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, রক্সৌল-দিল্লি সদভাবনা এক্সপ্রেস। এদিকে, রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে নয়াদিল্লিগামী সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস ২৪ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে কুয়াশার কারণে।
এদিকে, শীতের প্রথমের দিকেই আজ দিল্লির তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা একটু কম বলে দাবি আবহাওয়াবিদদের। দৃশ্যমানতে ৪০০ মিটার বলে জানিয়েছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। যদিও কুয়াশার কারণে এখনও পর্যন্ত সমস্যা হয়নি বিমান পরিষেবায়।