For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শাহিনবাগ নয় শান্তি বাগ চাই'! দিল্লিতে বিজেপিতে মুসলিম প্রার্থীর অভাব ঘিরে মুখ খুললেন মনোজ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির অন্তবর্তী সমীক্ষা বলেছে , শাহিনবাগ কিছুতেই বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারবে না। তবে দিল্লি নির্বাচনে বারবার শাহিনবাগকে কটাক্ষ করেই প্রচার অস্ত্র শানিয়ে যাচ্ছে বিজেপি। আর সেই প্রেক্ষাপটে এবার দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি এবার মুখ খুললেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি শাহিনবাগ নিয়ে বিজেপির অবস্থান যেমন ব্যাখ্যা করেছেন, তেমনই কেন দিল্লি নির্বাচনে মুসলিম প্রার্থীদের কমতির ট্রেন্ড দেখা যাচ্ছে , তা নিয়েও মুখ খোলেন তিনি।

মনোজ তিওয়ারি কী বলছেন বিজেপির মুসলিম প্রার্থী তালিকা নিয়ে?

মনোজ তিওয়ারি কী বলছেন বিজেপির মুসলিম প্রার্থী তালিকা নিয়ে?

১৯৯৩ সালের পর থেকে বিজেপি এখনও পর্যন্ত কোনও মুসলিম প্রার্থীকে দিল্লি নির্বাচনে সুযোগ দেয়নি বিজেপি। এর কারণ হিসাবে, দিল্লিতে বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির দাবি, 'ওঁদের থেকে (মুসলিম প্রার্থী) আমাদের খুব একটা সাহায্য হয়না। আমাদের কেন্দ্রে বহু মুসলিম মন্ত্রী রয়েছেন। আমাদের তাঁদের আনতে হবে রাজ্যসভা ও লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে। আমারা অনেকবার তাঁদের টিকিট দিয়েছিলাম , কিন্তু কাজে আসেনি।'

'শাহিনবাগ নয় দিল্লিকে শান্তি বাগ' করতে চাই

'শাহিনবাগ নয় দিল্লিকে শান্তি বাগ' করতে চাই


শাহিনবাগ নিয়ে মনোজ তিওয়ারি বলতে গিয়ে দাবি করেন, ' আমরা শাহিনবাগকে ইস্যু করতে চাই না। আমরা দিল্লিকে শান্তি বাগ বানাতে চাই ।' এমনই দাবি তুলে মনোজ তিওয়ার বলেন, শাহিনবাগ তাঁদের কাছে কোনও বড় ইস্যুই নয়। তাঁর দাবি, এই বিক্ষোভ নিয়ে শাহিনবাগের বাসিন্দারাও অত্যন্ত বিক্ষুব্ধ। দিল্লিতে নিরাপত্তা তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন ইস্যুর থেকে।

 হিংসা ও বিজেপি প্রসঙ্গ

হিংসা ও বিজেপি প্রসঙ্গ

সাম্প্রতিক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারির কাছে প্রশ্ন আসে, বিজেপি নেতাদের হিংসাতে উস্কানি মূলক বক্তব্য নিয়ে। তার প্রেক্ষাপটে মনোজ তিওয়ারি বলেন, বিজেপি কখনও হিংসায় উস্কানি দেয়না। তিনি বলেন, 'শাহিনবাগে, পিএম কো গোলি মারো'র মতো স্লোগানও উঠেছিল। আর সেই থেকেই বিজেপির নেতারা একটু উস্কানি পেয়ে যান বলে , দাবি করেন মনোজ তিওয়ারি।

কতগুলি আসন দখলের আশায় বিজেপি?

কতগুলি আসন দখলের আশায় বিজেপি?

বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারির দাবি ৭০ টির মধ্যে আসন্ন নির্বাচনে ৫০ টি আসন তাঁরা দখল করতে পারবে। যদিও সমীক্ষা বলছে, বিজেপি আসন্ন নির্বাচনে ১০-১৪ টি আসন মাত্র পেতে পারে। তবে মনোজের দাবি , শাহিনবাগই বুমেরাং হয়ে আপকে বিঁধতে পারে।

English summary
Manoj Tiwari on why Mulsims are not given ticket by BJP .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X