For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকে জঙ্গি বলায় বাবা-মাও মর্মাহত, বিজেপিকে ঠুকে দুঃখপ্রকাশ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা পরবেশ ভর্মা। বিজেপি নেতার কথায়, 'দিল্লিতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লির কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।' এবার সেই উক্তির বিরুদ্ধে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি কেজরিওয়াল

সাংবাদিকদের মুখোমুখি কেজরিওয়াল

আজ আম আদমি পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, 'আমি ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তি। আমি দিনে ৪ বার ইনসুলিন নেই। যদি ডায়াবেটিস আক্রান্ত কোনও ব্যক্তি ইনসুলিনে থাকে এবং যদি ৩-৪ ঘন্টার বেশি সময় যাবত কিছু না খায় তবে তারা মারা যায়। এমন পরিস্থিতিতে আমি দু'বার দুর্নীতির বিরুদ্ধে অনশন করেছি, একবার ১৫ দিনের জন্য এবং পরে ১০ দিনের জন্য। প্রত্যেক ডাক্তার বলেছিলেন যে কেজরিওয়াল চব্বিশ ঘণ্টার বেশি বাঁচবেন না, আমি আমার জীবন দেশের জন্য বাজি রেখেছিলাম।'

'আমার মা-বাবা মর্মাহত'

'আমার মা-বাবা মর্মাহত'

তিনি আরও বলেন, 'তবে গত ৫ বছরে তারা আমাকে হেনস্থার ক্ষেত্রে কোন প্রকার কসুর ছাড়েনি। আমার বাড়ি, আমার অফিসে অভিযান চালিয়েছে। আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি কী ভাবে সন্ত্রাসী হতে পারি? আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় আমার মা-বাবা খুব দুঃখ পেয়েছেন। তাঁরা মর্মাহত।'

একের পর এক বিতর্কিত মন্তব্য পরবেশের

একের পর এক বিতর্কিত মন্তব্য পরবেশের

এদিকে কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দেওয়া ছাড়াও শাহীনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছিলেন পরবেশ ভর্মা। তিনি বলেছিলেন, 'শাহীনবাগের প্রতিবাদীরাই একদিন ঘরে ঢুকে মা-বোনেদের ধর্ষণ-খুন করবে।'তিনি আরও বলেছিলেন, 'লক্ষাধিক লোক শাহীনবাগে জড়ো হয়েছে প্রতিবাদ করতে। দিল্লির মানুষদের পুরো ব্যাপারটা বুঝতে হবে এবং ভাবতে হবে। এই লোকগুলোই সকলের বাড়িতে ঢুকবে, মা-বোনেদের ধর্ষণ করে খুন করবে আর কারও কিছু করার থাকবে না। আজ সময় রয়েছে সকলের কাছে, বেশি দেরি করলে মোদী-শাহ বাঁচানোর জন্যও কিন্তু থাকবে না।'

পরবেশের বিরুদ্ধে নির্বাচনের কমিশনে অভিযোগ

পরবেশের বিরুদ্ধে নির্বাচনের কমিশনে অভিযোগ

একাধিক বিতর্কের পর নির্বাচন কমিশনের নির্দেশের জেরে পরবেশ ভর্মাকে তাদের প্রচারকের তালিকা থেকে সরিয়ে দিতে বাধ্য হয় বিজেপি। পরবেশের বিরুদ্ধে নির্বাচনের কমিশনে অভিযোগ দায়ের করে আম আদমি পার্টিও।

English summary
delhi elections 2020 : aap leader arvind kejriwal slams bjp on terrorist remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X