For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে গেরুয়া ঝড়ে ৭-এ ৭ বিজেপি! রাজধানীর পদ্ম-তুফানে সাফাই আপ-কংগ্রেস

রাজধানী দিল্লির পূর্ব থেকে পশ্চিম, সমস্ত দিকেই শুধু গেরুয়া নিশান উড়ছে। রাজধানীর আকাশ এখন গেরুয়া আবিরে রঙিন। দিল্লির মোট ৭ টি আসনে , পদ্মফুলের ঘায়ে কার্যত উড়ে গিয়েছে আপের ঝাঁটা- কংগ্রেসের হাত!

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির পূর্ব থেকে পশ্চিম, সমস্ত দিকেই শুধু গেরুয়া নিশান উড়ছে। রাজধানীর আকাশ এখন গেরুয়া আবিরে রঙিন। দিল্লির মোট ৭ টি আসনে , পদ্মফুলের ঘায়ে কার্যত উড়ে গিয়েছে আপের ঝাঁটা- কংগ্রেসের হাত! নির্বাচনের ফলাফল গণনা শুরু হতেই দেখা যায়, দিল্লির বিভিন্ন জায়গা থেকে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা।

হেভিওয়েটদের রমরমা!

হেভিওয়েটদের রমরমা!

দিল্লিতে বিজেপির দায়িত্বভার সামলাচ্ছেন মনোজ তিওয়ারি, কার্যত তাঁর সঙ্গেই 'কাঁটে কি টক্কর' ছিল কংগ্রেসের শীলা দিক্ষীতের। আর ভোটের ফলাফল সামনে আসতেই , দেখা যায়, পূর্ব দিল্লি থেকে আপের অতশীকে পিছনে ফেলে জয়ের পথে ক্রিকেটার গৌতম গম্ভীর। পশ্চিম দিল্লিতে বিজেপির তারকা প্রার্থী গায়ক হনস রাজ হনসও এগিয়ে।

৭এ ৭ বিজেপি!

৭এ ৭ বিজেপি!

২০১৪ থেকে অনেক ভালো ফল করে এবার ফের একবার দিল্লিতে বিজয় নিশান সদর্পে ওড়াচ্ছে বিজেপি। ফলাফলের ট্রেন্ড আসা শুরু হতেই কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন তার নেপথ্য কারণ হিসাবে 'মোদী-ঝড়' কেই তুলে ধরেছেন।

[আরও পড়ুন:প্রাথমিক ফলের নিরিখে রাজ্যের যে সব আসনে এগিয়ে রয়েছে বিজেপি, একনজরে][আরও পড়ুন:প্রাথমিক ফলের নিরিখে রাজ্যের যে সব আসনে এগিয়ে রয়েছে বিজেপি, একনজরে]

আপ-কংগ্রেসের ব্যর্থতা!

আপ-কংগ্রেসের ব্যর্থতা!

দিল্লি কংগ্রেসের কেবল দায়িত্বেই তিনি ছিলেন না, এককালে দিল্লির মুখ্যমন্ত্রীও ছিলেন শীলা দীক্ষিত। তবে ২০১৯ লোকসভা নির্বাচেন উত্তরপূর্ব দিল্লির লোকসভা আসন থেকে পিছিয়ে রয়েছেন তিনি। প্রসঙ্গত , আপের দিক থেকে রাজধানীর লোকসভা আসন হাতছাড়া হওয়াও একটি বড় ব্যর্থতা। রাজনৈতিক কারণ থেকে শাসক-দুর্নীতির মতো একাধিক ইল্যু তুলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হাওয়া গরম করেছিল বিজেপি। আর সেই হাওয়াতেই কার্যত পাল লাগিয়ে দিল্লি দখল করে ফেলল পদ্ম শিবির।

[আরও পড়ুন: রাজস্থানে অটুট 'রাজে'-দূর্গ ! বিজেপির মোদী-আঁধিতে তোলপাড় মরুরাজ্য][আরও পড়ুন: রাজস্থানে অটুট 'রাজে'-দূর্গ ! বিজেপির মোদী-আঁধিতে তোলপাড় মরুরাজ্য]

English summary
Delhi Election 2019 Updates: BJP Heads For Clean Sweep In Delhi; AAP, Congress United In Zero.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X