For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বিক্ষোভরত পুলিশদের শান্ত হয়ে কাজে ফেরার আবেদন পুলিশ কমিশনারের

দিল্লির পুলিশকর্মীদের বিক্ষোভ তুলে অবিলম্বে কর্তব্যে যোগ দেওয়ার আবেদন জানালেন দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েক। মঙ্গলবার বিক্ষোভ শুরু হতেই পুলিশ কমিশনার বাহিনীকে শান্ত হওয়ার অনুরোধ করেন।

Google Oneindia Bengali News

দিল্লির পুলিশকর্মীদের বিক্ষোভ তুলে অবিলম্বে কর্তব্যে যোগ দেওয়ার আবেদন জানালেন দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েক। মঙ্গলবার বিক্ষোভ শুরু হতেই পুলিশ কমিশনার বাহিনীকে শান্ত হওয়ার অনুরোধ করেন। পাাপাশি পুলিশ নিগ্রহের ঘটনায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুলিশ নিগ্রহের ঘটনায় আমরা এফআইআর রেজিস্টার করেছি। আমরা পুলিশকর্মীদের অশন্তোষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। পদস্থ আধিকারিকদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা হচ্ছে। সব স্তরের পুলিশকর্মাদের সঙ্গে তারা কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করছেন।"

দিল্লিতে বিক্ষোভরত পুলিশদের শান্ত হয়ে কাজে ফেরার আবেদন পুলিশ কমিশনারের

শনিবার দিল্লির তিস হাজারি কোর্টের বাইরে গাড়ি পার্কিং নিয়ে পুলিশ-আইনজীবী সংঘর্ষে ১৪ জন পুলিশ আধিকারিক জখম হন। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান পুলিশকর্মীরাই। দফতর ঘেরাও করে রাখেন অনেকক্ষণ। কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের উর্দিতে কালো ব্যান্ড ও লাগান ঘটনার প্রতিবাদ জানাতে। বিক্ষোভরত পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়েছেন দিল্লি পুলিশের প্রাক্তন শীর্ষ আধিকারিকদের অনেকেই। প্রসঙ্গত, ঘটনার প্রতিবাদে গতকালই ধর্মঘট ডেকেছিলেন আইনজীবীরা। আর সেই ধর্মঘটের একদিন পরেই প্রতিবাদে রাস্তায় নামলেন পুলিশকর্মীরা।

এদিকে দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। বার অ্যাসোসিয়েশনের তরফে শনিবারের এই ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছিল। সেই মতো হয় শুনানি। সেখানে দিল্লি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি গর্গের নেতৃত্বে করা হবে এই বিচারবিভাগীয় তদন্ত। তাঁকে সহায়তা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি ও সিবিআই।

এদিকে দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়, শনিবারের ঘটনার তদন্ত চলাকালীন আইনজীবীদের উপরে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে বদলি করতে হবে। শনিবার হওয়া এই খণ্ডযুদ্ধের ঘটনায় দুই আইনজীবী গুরুতর জখম হয়েছেন বলে দাবি করেছে বার অ্যাসোসিয়েশন।

দিল্লির পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন পুলিশকর্মীদেরইদিল্লির পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন পুলিশকর্মীদেরই

English summary
Delhi CP Amulya patnaik urged police personnels to return to duty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X