For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রাক্তন নেতা কুলদীপ সিং সেনগারের ১০ বছরের জেল! আদালত দিল বড়সড় রায়

বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারের ১০ বছরের জেল! আদালত দিল বড়সড় রায়

  • |
Google Oneindia Bengali News

দিল্লি আদালত এদিন বিজেপির প্রাক্তন নেতা কুলদীপ সিং সেনগারকে ১০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। উন্নাওকাণ্ডে ধর্ষিতার বাবাকে হত্যা করার অভিযোগে এমন সাজা তাকে দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৭ সালের এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। সেনগার গ্রেফতার হতেই সেই সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 ষড়যন্ত্রের তত্ত্ব

ষড়যন্ত্রের তত্ত্ব


আদালত জানিয়েছে , এই মামলায় যা প্রমাণ পাওয়া গিয়েছে,তাতে দেখা গিয়েছে যে, কুলদীপ সেনগার ও তার সঙ্গীরা এই কিশোরির বাবাকে জেলের মধ্যে মারধর করার বিষয়ে ষড়যন্ত্র করেছিল। তবে মারধর এতটাই বেশি পরিমাণে হয়ে যায়, যাতে খুন হতে হয় কুলদীপ সেনগারকে।

 নির্যাতিতা এখন কোথায়?

নির্যাতিতা এখন কোথায়?

জানা গিয়েছে, উন্নাও কাণ্ডে নির্যাতিতা আপাতত রয়েছেন সিআরপিএফ এর নিরাপত্তায়। তাঁর গাড়ি দুর্ঘটনা ও বাবার মৃত্যুর পর থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয় আইনি নির্দেশে। এদিকে সেনগার কাণ্ড নিয়ে বিজেপির অস্বস্তি বাড়তেই, কুলদীপ ও তাঁর ভাইকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

 নির্যাতিতা এখন কোথায়?

নির্যাতিতা এখন কোথায়?

জানা গিয়েছে, উন্নাও কাণ্ডে নির্যাতিতা আপাতত রয়েছেন সিআরপিএফ এর নিরাপত্তায়। তাঁর গাড়ি দুর্ঘটনা ও বাবার মৃত্যুর পর থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয় আইনি নির্দেশে। এদিকে সেনগার কাণ্ড নিয়ে বিজেপির অস্বস্তি বাড়তেই, কুলদীপ ও তাঁর ভাইকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

English summary
Delhi court sentence Kuldeep Singh Sengar to 10 years in Prison on Rape Victim's father's death .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X