For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নাও কাণ্ডে সেনগারের বিরুদ্ধে দিল্লি আদালতে চার্জ গঠন

উন্নাও ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র ও অস্ত্র আইন লঙ্ঘন সহ একাধিক চার্জ গঠন করল দিল্লি আদালত।

  • |
Google Oneindia Bengali News

উন্নাও ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র ও অস্ত্র আইন লঙ্ঘন সহ একাধিক চার্জ গঠন করল দিল্লি আদালত।

উন্নাও কাণ্ডে সেনগারের বিরুদ্ধে দিল্লি আদালতে চার্জ গঠন

অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানানো হয়েছে। লখনউ থেকে এয়ারলিফট করে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিগৃহীতার রক্তের সংক্রমণ সারেনি। ওই দুর্ঘটনাতেই গুরুতর আহত তাঁর আইনজীবীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ ও দুর্ঘটনা করিয়ে উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতাকে সপরিবারে হত্যার চেষ্টার পাঁচটি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লি আদালতে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার সেই মামলাগুলির শুনানি হয়। আর সেখানেই মামলার মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ, পকসো আইন, অপহরণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করেন বিচারক ধর্মেশ শর্মার বেঞ্চ।
বৃহস্পতিবার আদালাতে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তাতে সেনগার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে নিগৃহীতারা বাবাকে মারধর করার অভিযোগও অন্তর্ভূক্ত করা হয়। পরে নির্যাতিতার বাবাকে বেআইনি অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করা হয়। তিনি জেলে মারা যান। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের তিন কর্তা সহ আট জনের বিরুদ্ধে।

English summary
Delhi Court frames POSCO, rape charges against ex-BJP MLA Kuldeep Sengar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X