For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের সর্বাত্মক প্রভাব গোটা দিল্লিতেই! জোরালো দাবি কেজরির

দ্বিতীয় পর্যারের করোনা সংক্রমণের ফল ভুগছে দিল্লি

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ৫৮ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার করতে চলেছে ভারত। এদিকে গত কয়েকদিন থেকেই দেশের বিস্তৃর্ণ অংশে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ শুরু হওয়ার আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। এবার তাদের কথাকেই মান্যতা দিয়ে নতুন করে আরও উদ্বেগের কথা শোনাতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যদিও দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরা খানিক দ্বিধা বিভক্ত হলে বর্তমানে কেজরি সাফ জানাচ্ছেন করোনা ভইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ সর্বাত্মক রূপ ধারণ করেছে রাজধানীতে।

দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের সর্বাত্মক প্রভাব গোটা দিল্লিতেই! জোরালো দাবি কেজরির

এদিকে ১ লা জুলাই থেকে ১৭ অগাস্ট পর্যন্ত দিল্লিতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এমনকী অগাস্টের শেষ অবধিও সেই ভাবে আর মাথাচাড়া দেয়নি করোনা। পরবর্তীতে সেপ্টেম্বর পড়তেই ধীরে ধীরে তা বাড়তে শুরু করে করোনা প্রকোপ। ২৩শে সেপ্টেম্বর দিল্লিতে যেখানে ১ হাজার ৬১ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে তা ১৬ই সেপ্টেম্বর গিয়ে দাঁড়ায় ৪ হাজার ৪৭৩-এ। এই তথ্য তুলে ধরেই বিশেষজ্ঢ মতামত নিয়ে কেদরি দাবি করছেন দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের সর্বাত্মক প্রভাব দেখা যাচ্ছে গোটা রাজধানীতেই।

একইসাথে বিগত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার, এনজিও ও সাধারণ মানুষের সহযোগীতায় কেজরি সরকার কী ভাবে করোনাকে বাগে আনে এদিন সেই কথাও বলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে করোনা মোকাবিলায় গতকাল প্রধানমন্ত্রীর ডাকা উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলে জানান কেজরি। এদিকে বৃহষ্পতিবার পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৬ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি সুস্থ হয়েছেন ২ লক্ষ ২০ হাজারের বেশি।

English summary
Delhi is suffering from the second wave of corona infection, Kejriwal strongly demanded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X