For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের শুরুতেই দিল্লিতে অগ্নিকাণ্ড, ১৩ দমকল কর্মী সহ ১৬ জন আহত! টুইটে দুঃখ প্রকাশ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

বছরের দ্বিতীয় দিনেই দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ দমকল কর্মী সহ মোট ১৬ জন আহত হলেন। দিল্লির পিরাগ্রাহী এলাকায় অবস্থিত এক ব্যাটারির কারখানায় বৃহস্পতিবার সকালে আগুন লাগে। সকাল ৪.২৩ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের ৩৫টি অগ্নি নির্বাপণ ইঞ্জিন পৌঁছায়। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও।

হাসপাতালে ভর্তি আহতরা

আজ সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে কারখানার ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। তখনই একট বিস্ফোরণে কারখানাটি ধসে পড়ে। সেখানেই কর্তব্যরত কর্মীরা আটকে পড়েন। পরে তাঁদের সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কী বলেন দমকল আধিকারিক

দিল্লি দমকল বিভাগের ডেপুটি চিফ ধর্মপাল যাদব বলেন, 'আগুন নেভাতে এসে সকালে আমাদের ১০-১২ জন কর্মী সেই ভবনটিতে আটকে পড়েন। ৩ দমকল কর্মী সহ মোট ৪ জন বহুক্ষণ আটকে ছিলেন সেই ভবনেই। শেষ পর্যন্ত তাদের সকলকে উদ্ধার করতে আমরা সমর্থ হয়েছি। আগুনের কারণ এখনও জানা যায়নি। আমাদের ১৪ জন কর্মী এই ঘটনায় আহত হয়েছেন।'

ঘটনাস্থলে পৌঁছান অ্যাডিশনাল ডিসিপি

ঘটনাস্থলে পৌঁছান বৃহত্তর দিল্লির অ্যাডিশনাল ডিসিপি রাজেন্দ্র সাগর। তিনি বলেন, 'ঘটনা ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন দমকল কর্মী রয়েছেন। বিস্ফোরণের কারণে বিল্ডিংটির একাংশ ধসে পড়লে এই বিপত্তি ঘটে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কাজ জারি রয়েছে। দেখা হচ্ছে বিল্ডিংয়ে আর কেউ আটকে রয়েছেন কি না।'

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইট

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইট

এদিকে এই বিষয়ে টুইট করে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি এক টুইট বার্তায় লেখেন, 'আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় খুব মর্মাহত হয়েছি আমি। দমকল কর্মীরা তাদের যথা সাধ্য চেষঅটা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আমি আটকে পড়া মানুষদের জন্য প্রার্থনা করছি।'

English summary
delhi cm kejriwal tweets as fire broke in delhi and 16 people injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X