For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবকি বার, ৩ পার! দিল্লির সম্ভাব্য ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের

আসন্ন বিধানসভা নির্বাচনে নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এবার তারা আসন সংখ্যায় ৩ পেরোবে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন বিধানসভা নির্বাচনে নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এবার তারা আসন সংখ্যায় ৩ পেরোবে। দিল্লিতে এেক অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, এবার দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির স্লোগান হবে, আবকি বার ৬৭ পার। অর্থাৎ এবারের নির্বাচনে আম আদমি পার্টি দিল্লিতে ৬৭-র বেশি আসন পাবে।

মনোজ তিওয়ারিকে কটাক্ষ

মনোজ তিওয়ারিকে কটাক্ষ

এবারের নির্বাচনে বিজেপির মনোজ তিওয়ারি কি তাঁর প্রতিদ্বন্দ্বী? সেই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল মনোজ কুমারের গাওয়া রিঙ্কিয়াকে পাপা গানটি করেন। দিল্লির রাজনৈতিক বক্ততার পরিবর্তন হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

'ভাল বাসছে দিল্লির মানুষ'

'ভাল বাসছে দিল্লির মানুষ'

কেজরিওয়াল দাবি করেন, ৫ বছর দিল্লি শাসনের পর সমালোচকরাও এখন তাদের ভাল বাসছেন। দুই বছরে আর মানুষের হৃদয় তারা জয় করবেন, বলেছেন কেজরিওয়াল।

নির্দিষ্ট করলেন টার্গেট

নির্দিষ্ট করলেন টার্গেট

অনুষ্ঠানে দিল্লিতে তাদের পরের কাজের টার্গেটও জানিয়েছেন কেজরিওয়াল। যমুনা পরিষ্কার ছাড়াও, সেখানকার পরিবহণ পরিকাঠামোর উন্নয়ন, প্রতিঘন্টায় পরিষ্কার জল সরবরাহের প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন তিনি। কেজরিওয়াল বলেছেন, দিল্লি এখন ২৪ ঘন্টাই বিদ্যুৎ পায়।

'দিল্লিতে দূষণ কমেছে'

'দিল্লিতে দূষণ কমেছে'

গত ৫ বছরে দিল্লিতে দূষণ কমেছে বলেও দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে কতটা কমেছে তা নিয়ে বিতর্ক চলতে পারে বলে মনে করেন তিনি।

English summary
Delhi CM Arvind Kejriwal says AAP's slogan in coming assembly election will be abki baar 67 paar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X