For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিলেতের করোনা স্ট্রেনে জর্জরিত দিল্লি, রাজধানীর পরিস্থিতি পর্যালোচনায় কেজরিওয়াল

Google Oneindia Bengali News

দিল্লির করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সোমবার দুপুরে এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর৷ প্রসঙ্গত, রবিবার দিল্লির দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজারের উপরে চলে গিয়েছে৷ যা মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবার হয়েছে৷

চতুর্থবারের সংক্রমণ গত তিনবারের থেকে আরও ভয়াবহ

চতুর্থবারের সংক্রমণ গত তিনবারের থেকে আরও ভয়াবহ

গতকালই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার করোনা সংক্রমণে রাশ টানতে কিছু নির্দেশিকা জারি করেছিল৷ যেখানে খুব প্রয়োজন না হলে দিল্লিবাসীকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে৷ প্রসঙ্গত, সারা দেশে করোনার দ্বিতীয় স্রোত শুরু হলেও, রাজধানী দিল্লিতে এটা চতুর্থবার করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ আর এই চতুর্থবারের সংক্রমণ গত তিনবারের থেকে আরও ভয়াবহ বলেই জানিয়েছে কেজরিওয়াল সরকার৷

সংক্রমণের চেন ভাঙতে বিশেষ আবেদন

সংক্রমণের চেন ভাঙতে বিশেষ আবেদন

আজকের এই বৈঠকে দিল্লি সরকারের মন্ত্রী এবং আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ অন্যদিকে, গতকাল ফের একবার কেন্দ্রের কাছে করোনার টিকাকরণের বয়সসীমা তুলে দেওয়ার আর্জি জানিয়ে ছিলেন কেজরিওয়াল৷ সংক্রমণের এই চেনকে ভাঙতেই এই আবেদন বলে গতকাল তাঁর বিবৃতিতে জানান দিল্লির মুখ্যমন্ত্রী৷

নয়া স্ট্রেনের প্রভাব

নয়া স্ট্রেনের প্রভাব

সার্স-কোভ-২ ভাইরাসের পরিবর্তিত প্রতিরূপটি এর মূল গঠনের তুলনায় অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী৷ এর সংক্রমণ করার ক্ষমতা মূল কোভিড-১৯ ভাইরাসের তুলনায় অনেক বেশি৷ রাজধানী দিল্লিতে করোনার হঠাৎ দাপাদাপির জন্য সম্ভবত সার্স-কোভ-২ ভাইরাসের এই পরিবর্তিত প্রতিরূপটিই দায়ী৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের একাংশ৷

কেন হঠাৎ করে রাজধানীতে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা?

কেন হঠাৎ করে রাজধানীতে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা?

তথ্য বলছে, সার্স-কোভ-২ ভাইরাসের একাধিক প্রজাতির ভূমিকা রয়েছে কোভিড-১৯ ভাইরাসের সৃষ্টি ও ছড়িয়ে পড়ার পিছনে৷ গোটা বিশ্বেই এর প্রভাব দেখা গিয়েছে৷ যার মধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল অন্যতম৷ দিল্লিতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনর ভাইরাসের খোঁজ মিলেছে৷ ব্রিটেন থেকে আসা কোভিড ভাইরাসের সবথেকে বেশি প্রাদুর্ভাব দেখা গিয়েছে পাঞ্জাবে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসের ওই একই প্রজাতি ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও৷ আর সেই কারণেই হঠাৎ করে রাজধানীতে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷

English summary
Delhi CM Arvind Kejriwal reviews situation of Delhi amid risng cases of Coronavirus and UK strain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X