For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি ক্যাবিনেটের অনুমোদন পেল জন লোকপাল বিল

Google Oneindia Bengali News

দিল্লি ক্যাবিনেটের অনুমোদন পেল জন লোকপাল বিল
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : বাকি কথা না রাখতে পারলেও একথা রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লি ক্যাবিনেটে অনুমোদন পেল জন লোকপাল বিল। আম আদমি পার্টির নির্বাচনী প্রচারে জন লোকপাল বিল পাস করানো ছিল মুখ্য প্রতিশ্রুতিগুলির একটি।

সূত্রের খবর অনুয়ায়ী, মুখ্যমন্ত্রী থেকে পিয়ন, সবাই এই লোকপাল বিলের আওতায় পড়বেন। উত্তরাখণ্ড লোকায়ুক্ত বিলের ধাঁচেই অনেকটা তৈরি করা হয়েছে এই জন লোকপাল বিল। এই বিল দুর্নীতি অনেকাংশেই দমন করবে বলে দাবি করা হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী স্টডিয়ামে অনুষ্ঠিত বিশেষ বিধানসভা অধিবেশনে পাস করা হবে এই বিল। সাধারণ মানুষও এই অধিবেশনে যোগ দেবেন।

মুখ্যসচিব, গ্রামোন্নয়ন,আইন ও অর্থ দফতরের সচিব এবং প্রখ্যাত অ্যাডভোকেট রাহুল মেহরা এই বিলের খসড়া প্রস্তু করেছিলেন। উত্তরাখণ্ড লোকায়ুক্ত বিলের সঙ্গে অনেকাংশে মিল থাকলেও মুখ্যমন্ত্রীকে এই বিলের আওতায় আনার মতো কিছু কিছু পার্থক্যও রয়েছে এই দুই বিলে। লোকপাল বিল পাস হয়ে গেলে দিল্লি লোকায়ুক্ত আইন অকার্যকর হয়ে যাবে বলে জানিয়েছে আপ।

English summary
Delhi cabinet approves Jan Lokpal Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X