For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাফরাবাদে সিএএ বিরোধী অবরোধ, ট্রাম্পের ভারত ছাড়া পর্যন্ত পুলিশকে সময় বিজেপি নেতার

জাফরাবাদে সিএএ বিরোধী প্রতিবাদ, ট্রাম্পের ভারত ছাড়া পর্যন্ত পুলিশকে সময় বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী প্রতিবাদকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে দিল্লি পুলিশকে ৩ দিন সময় দিলেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রা। তিনি এদিন দিল্লি পুলিশকে বলেছেন, জাফরাবাদ এবং চাঁদবাগের রাস্তা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত ছাড়ার সময়ের মধ্যেই পরিষ্কার করে দিতে হবে। না হলে মানুষ এইসব রাস্তা দখল করে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 দিল্লি পুলিশকে ৩ দিন সময়

দিল্লি পুলিশকে ৩ দিন সময়

কপিল মিশ্রা টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে সমর্থকদের ভারত মাতা কি জয় এবং বন্দেমাতরম স্লোগান দিতে দেখা যাচ্ছে। টুইটেই তিনি দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাফরাবাদ এবং চাঁদবাগের রাস্তা পরিষ্কার করে দিতে তিনদিন সময় দিচ্ছেন তিনি। টুইটে তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন সোমবার। মঙ্গলবার রাতে তিনি ফেরত যাবেন। এই সময়ের মধ্যে অবরোধ তুলে দিতে হবে বলে দিল্লি পুলিশকে তিনি বলেছেন।

শনিবার থেকে জাফরাবাদে অবরোধ

শনিবার থেকে জাফরাবাদে অবরোধ

শনিবার থেকে সিএএ-র বিরোধিতা করে জাফরাবাদে অবরোধ শুরু হয়েছে। প্রায় ৫০০ মহিলা এই অবরোধ শুরু করেন। মহিলারা যে রাস্তা অবরোধ করেছেন সেটি ৬৬ নম্বর রাস্তা নামে পরিচিত। যা সিলামপুর থেকে মাউজপুর এবং যমুনা বিহারগামী রাস্তা।

 অবরোধের ফাঁসে ৩৫ লক্ষ মানুষ

অবরোধের ফাঁসে ৩৫ লক্ষ মানুষ

কপিল মিশ্রা টুইটে দাবি করেছেন, ভজনপুর-চাঁদবাগের রাস্তা সিএএ বিরোধীদের অবরোধের ফলে যমুনা বিহারের ৩৫ লক্ষ মানুষ ফাঁসে পড়েছেন।

রবিবার বিকেলে সংঘর্ষ

রবিবার বিকেলে সংঘর্ষ

রবিবার বিকেলে জাফরাবাদের মাউজপুর এলাকায় সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের মধ্যে ব্যাপর পাথর বৃষ্টি চলে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসেল শেল ফাটায়।

English summary
Delhi BJP leader Kapil Mishra has given Delhi police three days time over Jaffrabad protest. He warns people will have to take to the street.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X