For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়াদিল্লি : কালো প্লাস্টিক ব্যাগে এখনও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ম্যাগি !

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ জুন : ম্যাগির একনিষ্ঠ ভক্তদের অন্তত দিল্লিতে অভাব নেই তা অন্তত স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গোপনীয়তা রক্ষা করেই দেদারে বিকোচ্ছে 'নিষিদ্ধ' ম্যাগি।

মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায়, এখনও ম্যাগি বিক্রি বন্ধ করেননি দোকান বিক্রেতারা। তবে তার থেকেও আশ্চর্য যে ঘটনা তা হল, মাত্র ১০ টাকা দামের ম্যাগির প্যাকেট বিক্রি হচ্ছে ১০২ টাকায়। [কতটা নিরাপদ 'ম্যাগি'? এমএসজি আছে না নেই, তা নিয়ে তরজা চরমে]

নয়াদিল্লি : কালো প্লাস্টিক ব্যাগে এখনও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ম্যাগি !

তাও আবার প্রকাশ্যে নয়। ক্রেতাদের হাতে কালো প্লাস্টিকের ব্যাগে ভরে তারপর তা ক্রেতাদের হাতে দেওয়া হচ্ছে। যাতে, ধরা পরার সম্ভাবনা না থাকে। কারণ বিক্রেতারাও জানেন,ধরা পড়লে আইনে বিপাকে জড়াতেই হবে। [ম্যাগির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে মাধুরী়]

যদিও একবারে ২টির বেশি প্যাকেট কাউকে বিক্রি করা হচ্ছে না।

উল্লেখ্য, নেসলে অধিকৃত ম্যাগি ইন্সট্যান্স ন্যুডলসের মধ্যে মাত্রাতিরিক্ত এমএসজি ও সীসা মেলায় দিল্লিতে ৩ জুন ম্যাগি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

যদিও নেসলের তরফে ম্যাগি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তারা স্পষ্ট জানিয়ে দেয়, তাদের এই খাদ্যবস্তুটি খাবার ক্ষেত্রে নিরাপদ। এবং খুব শীঘ্রই তারা আবার ফিরে আসবে।

English summary
Delhi: 'Banned' maggi being sold at soaring prices, in black plastic bags!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X