For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আত্মসমর্পণ' করল বিজেপি! দিল্লি নির্বাচনে কেজরিওয়ালের বিরোধী প্রার্থীর নাম জানতেই সরব আপ

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় ১০ জনের নাম ঘোষণা হতেই মধ্যরাত থেকেই সরগরম রাজধানীর রাজনীতি। সেখানে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির প্রার্থীর নাম উঠে আসতেই তা ঘিরে আপের তরফে কটাক্ষের সুর উঠে আসে।

 আপের তরফে তোপ বিজেপিকে

আপের তরফে তোপ বিজেপিকে

আম আদমি পার্টির তরফে কটাক্ষের সুরে বলা হয়েছে, আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কেজরিওয়ালের বিরুদ্ধে সুনীল যাদবকে ময়দানে নামিয়ে দিয়ে বিজেপি কার্যত আত্মসমর্পণ করে নিয়েছে। আপের দাবি, ময়দানে লড়ার আগেই হেরে বসেছে বিজেপি।

 মধ্যরাতে ১০ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

মধ্যরাতে ১০ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

এর আগে, মধ্যরাতে বিজেপির তরফে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। দিল্লি নির্বাচনের একাধিক হাইপ্রোফাইল কেন্দ্রের নাম রয়েছে সেই তালিকায়। কেজরিওয়ালের বিরুদ্ধে এই তালিকায় সুনীল যাদব যেমন রয়েছেন, তেমনই হেভিওয়েট হিসাবে উঠে আসছে তেজিন্দর সিং বাগ্গার নাম।

সুনীল যাদবরে পরিচিতি

সুনীল যাদবরে পরিচিতি

দিল্লিতে বিজেপির ছাত্র আন্দোলনের অন্যতম নাম সুনীল যাদব। বিজেপির যুব মোর্চার সভাপতি সুনীলের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসাবে উঠে আসতে পারে কেজরিওয়ালের নাম। মূলত, যুব শক্তিকে মূলধন করে কেজরিওয়ালকে মাত দিতে চাইছে বিজেপি। এমনই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের।

English summary
BJP released its second list of candidates and fielded Sunil Yadav against Chief Minister Arvind Kejriwal from the New Delhi Assembly seat, ruling Aam Aadmi Party (AAP) said the saffron party has surrendered before the polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X