For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ দিল্লি নির্বাচন: বাঙালি ভোট-ব্যাঙ্ক অন্যতম বড় ফ্যাক্টর! বিজেপি-আপ-কংগ্রেসের কোন গেমপ্ল্যান

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, 'দিলওয়ালো কা শহর দিল্লি'। জামা মসজিদ থেকে কালীবাড়ি পর্যন্ত এই শহরের বিশাল বিস্তার। বহু ধরনের মানুষ এখানে রুটি-রোজগারে এসে থাকেন। নিত্যদিন পর্যটকের ভিড়ও কম নয়। আর অনেকেই এই শহরে এসে এখানের সঙ্গে মিশে গিয়ে স্থায়ী বাসস্থান তৈরি করে নেন দিল্লিতে। মূলত, রাজধানী দিল্লিতে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বাসই বেশি । বেশিরভাগ মানুষই বাইরে থেকে এসে এখানে থেকে গিয়েছেন। আর এই 'বাইরে থেকে আসা মানুষ' জনই দিল্লি নির্বাচন ২০২০ -তে প্রভাব ফেলতে চলেছে। এমনই মত সমীক্ষার। আর সেই সূত্র ধরে দিল্লির বাঙালি থেকে শিখ, মালায়লি, কাশ্মীরি ভোট পেতে বিভিন্ন পার্টি একাধিক প্রচার-অস্ত্র শানিয়ে নিচ্ছে।

বাঙালি ভোটব্য়াঙ্ক ও দিল্লি

বাঙালি ভোটব্য়াঙ্ক ও দিল্লি

মূলত , দিল্লির চিত্তরঞ্জন পার্ক, মহাবীর এনক্লেভ , নিবেদিতা এনক্লেভ ও টেগোর পার্ক এলাকায় মূলত সবচেয়ে বেশি বাঙালির বসবাস। দিল্লিই এমন একটি জায়গা যেখানে বাংলার বাইরে বাংলা মিডিয়াম স্কুল দেখতে পাওয়া যায়।প্রায় ২.১ লাখ বাঙালি আপাতত দিল্লির বাসিন্দা। আর সেই সমস্ত এলাকার মানুষকে কাছে পেতে ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভোট প্রচারে সরগরম দিল্লি।

বাঙালি ভোট ব্যাঙ্ক ও বিজেপি

বাঙালি ভোট ব্যাঙ্ক ও বিজেপি

২০১২ সালে দিল্লির পুরসভা নির্বাচনে চিত্তরঞ্জন পার্ক এলাকা থেকে ভোট নিজের দখলে রাখতে বিজেপি দাঁড় করিয়েছিল বাঙালি প্রার্থী আনন্দ মুখোপাধ্যায়কে। আর ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে সেই এলাকার ভোট টানতে বিজেপি প্রচার ময়দানে নামিয়েছে বাংলার তারকা বিজেপি সাংসদদের। দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় দলীয় প্রচারে পৌঁছে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় সব বাঙালি সাংসদরা। উল্লেখ্য, গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বিজেপির শিখা রায়।

আপ ও বাঙালি ভোট

আপ ও বাঙালি ভোট

'আপ'-এর সমর্থনে এগিয়ে এসেছে তৃণমূল। মনে করা হচ্ছে, বাংলার শাসকদলের এমন পদক্ষেপ দিল্লি নির্বাচনের ক্ষেত্রে আম আদমি পার্টিকে বাড়তি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আপের সমর্থনে এগিয়ে এসে টুইটার পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। দিল্লির রাজিন্দর নগর কেন্দ্রে রাঘব চাড্ঢার সমর্থনে ডেরেক সরব হন। রাঘব অবাঙালি হলেও, বাংলার শাসকদলের এই সমর্থন রাঘবের ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের ভাষার ভিত্তিতে প্রচার

কংগ্রেসের ভাষার ভিত্তিতে প্রচার

৮৪ 'র শিখ দাঙ্গা ইস্যুতে কংগ্রেসকে গত নির্বাচন পর্যন্তও কটাক্ষ করে এসেছে বিরোধীরা। সেই পর্ব যে এখনও পর্যন্ত হাত শিবিরে কাছে জ্বলন্ত ক্ষত তা প্রকাশ পাচ্ছে দিল্লি নির্বাচনে শিখ ভোটকে পাশে পেতে গিয়ে। এদিন শিখ অধ্যুষিত রজৌরি গার্ডেনে প্রচারে নামানো হয়েছে বর্ষীয়ান মনমোহন সিংকে। এদিকে, বাঙালি অধ্যুষিত এলাকায় কংগ্রেসের তরফে অবাঙালি প্রার্থী থাকলেও, এলাকায় বিজেপির দাপট কোথাও কমতি নেই। তবে দক্ষিণ দিল্লির ভোট পেতে স্টার প্রচারকদের ওপরেই বেশি ভরস কংগ্রেস রাখছে বলে মনে করা হচ্ছে।

English summary
Delhi assembly elections 2020, here is how Bengali vote can be factor. Delhi has large percentage of Bengalis .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X