For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি নির্বাচন ২০২০ : সামনে এল একের পর এক বুথ ফেরত সমীক্ষার ফল, কারা এগিয়ে, কারা পিছিয়ে?

  • By
  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই শেষ লগ্নে আরও জোরদার হয়ে উঠেছিল। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি ও কেন্দ্রের ক্ষমতাধারী দল বিজেপির মধ্যে এখানে লড়াই হতে চলেছে। এছাড়া রয়েছে কংগ্রেসের মতো বড় দলও। তবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর দলের অস্তিত্ব এখন কমতে কমতে একেবারে তলানিতে ঠেকেছে। ফলে এই দিল্লি নির্বাচনে কংগ্রেস দল লড়াইয়ে থেকেও নেই বললেই চলে। এখন দেখার কার মাথায় শাসকের মুকুট ওঠে।

LIVE দিল্লি নির্বাচনের সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
8:12 PM, 8 Feb

বুথ ফেরত সমীক্ষার ফলাফল যে দিকে ধাবিত হয়েছে ঠিক সেভাবেই সেই গতিতে এগিয়েছে সাট্টা বাজারের ভাবনাও। বিজেপিকে সাট্টা বাজারও বিশেষ নম্বর দিতে পারেনি। তাদের তালিকায় এক নম্বরে রয়েছে আম আদমি পার্টি।
7:44 PM, 8 Feb

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার রায়ও আপের পক্ষে যাচ্ছে এবার। লোকসভায় বিপুল জয়ের পরও দিল্লি বিধানসভার কুর্সি দখল করতে পারছে না বিজেপি। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিই। তবে বিজেপি ২০১৫-র তুলনা ভালো ফল করবে বলে আভাস মিলেছে সমীক্ষায়।
7:37 PM, 8 Feb

নিউজ ২৪ - জন কি বাতের সমীক্ষা বলছে দিল্লিতে ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি অন্তত ৫৫ টি আসনে জয়ী হয়ে ফের একবার দিল্লির ক্ষমতা দখল করবে। অর্থাৎ ফের একবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।
7:26 PM, 8 Feb

নিউজ এক্স-এর সমীক্ষা বলছে আম আদমি পার্টি এবারের নির্বাচনে ৫৩ থেকে ৫৭ টি আসন পেতে পারে। অর্থাৎ আসনসংখ্যা গতবারের থেকে কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ফের একবার ক্ষমতায় আসতে চলেছে।
7:16 PM, 8 Feb

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দিল্লি বিধানসভা নির্বাচনে জিততে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি ২০১৫-র তুলনা ভালো ফল করলেও কুর্সিতে বসতে চলেছেন আবারও সেই অরবিন্দ কেজরিওয়াল। এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আপের হ্যাটট্রিক স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।
7:01 PM, 8 Feb

দিল্লি বিধানসভা নির্বাচনে সেই আপেরই জয়জয়কার হতে চলেছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। বিজেপি আগের থেকে ভালো ফল করলেও ক্ষমতা দখলের জায়গায় পৌঁছতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা। তবে এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আপের একচ্ছত্র আধিপত্য নাও থাকতে পারে।
6:50 PM, 8 Feb

রিপাবলিক টিভি-জন কি বাতের সমীক্ষা বলছে আগামী পাঁচ বছর ফের একবার আম আদমি পার্টি দিল্লির মসনদে বসতে চলেছে। ক্ষমতা থাকবে তাদের হাতেই। এবং এক্ষেত্রে একেবারে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা মসনদে আসতে চলেছে।
6:43 PM, 8 Feb

ইতিমধ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। একনজরে এবার চোখ রাখা যাক কোন দল কেমন করছে সেইদিকে।
6:03 PM, 8 Feb

দিল্লি নির্বাচনের ভোটপর্ব শেষ হলেই তারপর প্রকাশিত হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সেদিকেই সকলের নজর থাকবে।
5:59 PM, 8 Feb

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ ভোট। শেষ কিছুক্ষণে আর কতটা ভোট পড়ে সেটাই এখন দেখার।
4:01 PM, 8 Feb

ভোটদান করলেন সিপিএম নেতা প্রকাশ কারাট।
4:00 PM, 8 Feb

সাড়ে তিনটে পর্যন্ত ৪০ শতাংশ ভোট

দিল্লিতে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ভোট পড়ল গড়ে ৪০.৩৮ শতাংশ হারে।
3:14 PM, 8 Feb

দুপুর ৩টে পর্যন্ত দিল্লিতে গড় ভোটদানের হার ৩০ শতাংশ। এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে।
3:14 PM, 8 Feb

দিল্লিতে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
2:50 PM, 8 Feb

দুপুর ২টো পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ২৮.১৪ শতাংশ। এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে।
2:22 PM, 8 Feb

এটা একটা দারুণ প্রক্রিয়া। সকলের এতে ভাগ নেওয়া উচিত। গণপরিবহণে সকলের সুবিধা পাওয়া উচিত বলেও ভোটাধিকার প্রয়োগ করে জানিয়েছেন প্রিয়াঙ্কা পুত্র রাইহান।
1:49 PM, 8 Feb

দুপুর ১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ১৯.৩৭ শতাংশ। এমনটাই নির্বাচন কমিশন সূত্র জানানো হয়েছে।
1:47 PM, 8 Feb

ভোট দিলেন সুশীল

কুস্তিগীর সুশীল কুমার এদিন দিল্লিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।
1:46 PM, 8 Feb

ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধীর পুত্র রাইহান রাজীব ভাডরা।
12:45 PM, 8 Feb

দিল্লিতে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ।
11:53 AM, 8 Feb

ভোট দিলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী।
11:50 AM, 8 Feb

কংগ্রেস ও আপ সমর্থকদের মধ্যে বচসা। কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে কু মন্তব্যের পরই পরিস্থিতি বিপথে গড়ায়। অভিযোগ, অলকা আপ সমর্থককে চড় মারতেও উদ্যত হন।
11:08 AM, 8 Feb

ভোটদান কেন্দ্রে সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী
10:52 AM, 8 Feb

ভোট কেন্দ্রে রাহুল গান্ধী
10:52 AM, 8 Feb

ভোট দিলেন মনমোহন সিং
10:34 AM, 8 Feb

দিল্লির জামিনানগরে একটি ভোট কেন্দ্রের বাইরের ছবি
10:33 AM, 8 Feb

ভোট দিলেন রাষ্ট্রপতি
10:19 AM, 8 Feb

ভোটদানের পর পরিবারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল
10:15 AM, 8 Feb

সকাল ১০ টায় ভোট পড়েছে ৪.৩৩ শতাংশ
9:57 AM, 8 Feb

ভোটদানের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
READ MORE

English summary
Delhi Assembly Elections 2020 : Get lives updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X