For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বিধায়কের কনভয়ে গুলি, নিহত আপকর্মী

  • By
  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। মোট ৭০ টি আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কে ক্ষমতায় ফেরে সেটাই এখন দেখার। গত নির্বাচনে শাসক দল আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬৭ টিতে জয় পেয়েছিল। বাকি তিনটি আসন দখল করে বিজেপি। এবারের নির্বাচনে কেমন ফলাফল হয় সেদিকে সকলের নজর রয়েছে। এক নজরে দেখে নিন সারাদিনের আপডেট।

LIVE দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের সমস্ত  আপডেট একনজরে

Newest First Oldest First
8:02 AM, 12 Feb

পুলিশের দাবি, আপ বিধায়ক টার্গেট ছিলেন না। টার্ডেট ছঠিলেন বিধায়ক ঘনিষ্ঠ কর্মী। তাঁর মৃত্যু হয়েছে গুলিকাণ্ডে। তদন্ত চলছে।
8:00 AM, 12 Feb

পুলিশে এফআফআর। তদন্ত শুরু আপ বিধায়কের কনভয়ে হামলার ঘটনায়।
7:59 AM, 12 Feb

আপ বিধায়কের কনভয়ে হামলা।
11:26 PM, 11 Feb

দিল্লিতে হারের পর সোনিয়া গান্ধী।
10:28 PM, 11 Feb

দিল্লি নির্বাচনে খাতা খুলতে না পারার দায় নিয়ে পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতির।
10:27 PM, 11 Feb

দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
10:24 PM, 11 Feb

নবনির্বাচিত বিধায়কদের বাড়িতে বৈঠকে ডাকলেন কেজরিওয়াল।
9:38 PM, 11 Feb

নয়াদিল্লি আসনে জয়ের পর সার্টিফিকেট নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।
9:23 PM, 11 Feb

কেজরিওয়াল জয়ী নয়াদিল্লি আসনে।
8:37 PM, 11 Feb

দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা সুভাষ চোপড়ার।
8:19 PM, 11 Feb

৭০টির মধ্যে আপ এই মুহূর্তে ৬২টিতে জয়ী অথবা এগিয়ে রয়েছে বলে কমিশন জানিয়েছে। বিজেপি এগিয়ে বা জয়ী ৮টি আসনে।
7:26 PM, 11 Feb

কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন তামিল অভিনেতা কমল হাসান। আগামী বছর তামিলনাড়ুতেও এমনই কিছু হওয়ার আশা করছেন তিনি।
7:17 PM, 11 Feb

অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:01 PM, 11 Feb

সংসদে মিষ্টিমুখ

আপ জেতার পর সংসদে মিষ্টিমুখ করাতে ব্যস্ত হয়ে উঠলেন দলের সাংসদরা।
6:53 PM, 11 Feb

দিল্লিতে জিতে হনুমান মন্দিরে পুজো দিলেন অরবিন্দ কেজরিওয়াল।
4:57 PM, 11 Feb

শেষ খবর পাওয়া অবধি আম আদমি পার্টি ৬৩টি আসনে এগিয়ে রয়েছে বা জিতেছে। বিজেপি মাত্র ৭টি আসনে এগিয়ে রয়েছে বা জিতেছে।
4:56 PM, 11 Feb

ভোটে হারের পর মুখ খুললেন মনোজ তিওয়ারী। বিজেপি রাজ্য সভাপতি বললেন, এই হার মেনে নিচ্ছি। সকলকে কৃতজ্ঞতা জানাই। কর্মীদের বলব, ভেঙে পড়বেন না। অনেক সময় ফলাফল মনের মতো হয় না। কেজরিওয়ালকে শুভেচ্ছা। আশা করি তিনি মানুষের প্রত্যাশা মতো কাজ করতে পারবেন।
4:53 PM, 11 Feb

ভোটে হারের পর মুখ খুললেন মনোজ তিওয়ারী। বিজেপি রাজ্য সভাপতি বললেন, এই হার মেনে নিচ্ছি। সকলকে কৃতজ্ঞতা জানাই। কর্মীদের বলব, ভেঙে পড়বেন না। অনেক সময় ফলাফল মনের মতো হয় না। কেজরিওয়ালকে শুভেচ্ছা। আশা করি তিনি মানুষের প্রত্যাশা মতো কাজ করতে পারবেন।
3:44 PM, 11 Feb

দিল্লির জনতাকে জয়ের জন্য ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ওপর ভরসা রাখায় আপ্লুত কেজরি।
3:34 PM, 11 Feb

অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।
3:16 PM, 11 Feb

আপ প্রার্থী রাঘব চাড্ডা রাজিন্দর নগর থেকে জিতেছেন। তারপরই সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছেন তিনি।
2:56 PM, 11 Feb

অবশেষে জয়ী হলেন মনীশ সিসোডিয়া। বহু রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন তিনি।
2:41 PM, 11 Feb

অবশেষে জয়ের দিকে দৌড় শুরু করলেন মনীশ সিসোডিয়া। আপের উল্লাস শুরু। ১৩ রাউন্ড শেষে ৩১২৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
2:08 PM, 11 Feb

জয়ের আনন্দ স্ত্রী সুনীতার সঙ্গে কেক কেটে ভাগ করে নিলেন অরবিন্দ কেজরিওয়াল।
1:58 PM, 11 Feb

দিল্লির ফলাফল মেনে নিয়ে কেজরিওয়ালকে ধন্যবাদ জানালেন বিজেপি নেতা গৌতম গম্ভীর।
1:56 PM, 11 Feb

জেতার খবর সামনে আসতেই কেজরিকে অভিনন্দন জানাতে হাজির হলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
1:15 PM, 11 Feb

ওখলা কেন্দ্র থেকে জিতলেন আপ প্রার্থী আমানতুল্লাহ খান।
1:13 PM, 11 Feb

আপের বিপুল জয়ের মধ্যেই উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার পিছিয়ে থাকা চিন্তায় রেখেছে আম আদমি পার্টিকে।
12:54 PM, 11 Feb

দিল্লিবাসীকে টুইটে ধন্যবাদ জানালেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
12:54 PM, 11 Feb

খুশি মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি খুশি, জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
READ MORE

English summary
Delhi Assembly Elections 2020 : Get Live Update of Results in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X