For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে দিল্লি নির্বাচনের ১০ জনের প্রার্থী তালিকার ঘোষণা বিজেপির,কেজরিওয়ালকে টক্কর দিচ্ছেন কে

  • |
Google Oneindia Bengali News

ঘড়ির কাঁটা বলছে রাত তখন ১ টা পেরিয়ে গিয়েছে। ঠিক তখনই দিল্লি বিধানসভা নির্বাচনের বাকি ১০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। আর সেই তালিকাতেই প্রকাশ করা হল, যে কে দিল্লি নির্বাচনে আরবিন্দ কেজরিওয়ালকে টক্কর দিতে চলেছেন।

 অরবিন্দের বিরুদ্ধে কে?

অরবিন্দের বিরুদ্ধে কে?

দিল্লি নির্বাচন ঘিরে মধ্যরাতে বিজেপি র দফতর প্রকাশ করল বাকি ১০ টি আসনের প্রার্থী তালিকা। সেখানে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন বিজেপির যুব মোর্চার নেতা সুনীল যাদব। বিজেপির এই যুব নেতার মুখই বিজেপির কাছে বড় মূলধন হতে পারে বলে হেডকোয়ার্টারের তরফে দাবি করা হয়েছে।

১০ জনের তালিকায় রয়েছেন তেজিন্দর বাগ্গা

১০ জনের তালিকায় রয়েছেন তেজিন্দর বাগ্গা

দিল্লি বিজেপিতে অন্যতম নাম তেজিন্দর বাগ্গা। দেশের সাম্প্রতিক একাধিক ইস্যুতে তেজিন্দরের নাম উঠে এসেছে । প্রসঙ্গত ,লোকসভা নির্বাচনের সময় কলকাতায় অমিত শাহের সভা ঘিরে যেদিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই রাতে কলকাতায় ছিলেন তেজিন্দর। আর ঘটনার সঙ্গে জড়িত থাকবার জন্য রাতের কলকাতায় এক হোটেল থেকে তাঁকে আটক করে কলকাতা পুলিশ। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই তেজিন্দরই এবার বিজেপির প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন। দিল্লির বুকে ছাত্র রাজনীতি ও 'ভগত সিং ক্রান্তি সেনা'র হাত ধরে বাগ্গার উত্থান রাজনীতিতে। এবার দিল্লির ভোটের বৈতরণী পার করতে পারেন কি না সেদিকে নজর সকলের।

বিজেপি জায়গা ছাড়ল কোন কোন দলের জন্য?

বিজেপি জায়গা ছাড়ল কোন কোন দলের জন্য?

সদ্য প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায়, রজৌরি গার্ডেন, দিল্লি ক্যান্টনমেন্ট, নাগলোই জাট, কর্তুরবা নগরেরর মতো জায়গায় প্রার্থী দিয়েছে। তবে এনডিএ জোট সঙ্গী জেডিইউ, এলজেপি-র জন্য প্রার্থী তালিকায় জায়গা রেখে দিয়েছে জেপি নাড্ডার দল। এদিকে, শিরোমনি অকালি দলের সঙ্গেও চলছে আলোচনা। সব মিলিয়ে আপাতত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতেই একাধিক রাজনৈতিক ইস্যু সামনে আসছে।

 জেডিইউ ও এলজেপির ভোট অঙ্ক

জেডিইউ ও এলজেপির ভোট অঙ্ক

বিজেপি সমঝোতার রাস্তায় গিয়ে , নীতীশের দল জেডিইউএর জন্য় ৩ টি আসন ছেড়ে রেখেছে বিজেপি। অন্যদিকে, এলজেপির জন্যও আসন ছেড়ে রেখেছে গেরুয়া শিবির। তবে জেডিইউ বা এলজেপি , কোনও দলই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারণ, দুটি দলই জানিয়ে দিয়েছে যে তারা নিজের নিজের মতো সমস্ত কেন্দ্রে প্রার্থী দেবে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে। এমন অবস্থায় বিজেপি কোন পথে হাঁটে সেদিকে লক্ষ্য সকলের।

English summary
BJP releases list of 10 candidates post midnight,Sunil Yadav against Arvind Kejriwal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X