For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০দিল্লি বিধানসভা নির্বাচন : আপ-এর 'গ্যারান্টি কার্ড' প্রকাশ্যে! প্রচার-স্ট্র্যাটেজিতে মাত রাজধানী

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর কয়েক দিনের অপেক্ষা, তারপর রাজধানীর তখত দখলের চূড়ান্ত যুদ্ধ ঘিরে ভোটগ্রহণ সংগঠিত হবে ৮ ফেব্রুয়ারি। আর তারপর ১১ ফেব্রুয়ারি শেষ হাসি হাসপাবার জন্য আপাতত মরিয়া চেষ্টায় দেশের তাবড় রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে একাধিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আজ ঘোষিত হয়েছে আম আদমি পার্টির 'গ্যারান্টি কার্ড'। যা দলের ইস্তেহারের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে।

 প্রচারে 'গ্যারন্টি কার্ড'

প্রচারে 'গ্যারন্টি কার্ড'

আম আদমি পার্টির তরফে ইতিমধ্যেই ভোট-অঙ্গনের পারদ চড়িয়ে স্লোগান তোলা হয়েছে,' আচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল'। আর তারপর সেই স্লোগানের সূত্র ধরে এবার দলীয় ইস্তেহারের আগে'কেজরিওয়ালের গ্যারন্টি কার্ড' বাজারে আনল আম আদমি পার্টি।

 ইস্তেহার ও গ্যারান্টি কার্ড নিয়ে কোন প্রচার স্ট্র্যাটেজি?

ইস্তেহার ও গ্যারান্টি কার্ড নিয়ে কোন প্রচার স্ট্র্যাটেজি?

দিল্লির বুকে আগামী দিনে আম আদমি পার্টি কোন কোন কাজ করতে চলেছে, তা নিয়েই প্রকাশিত হয়েছে আম আদমি পার্টির 'গ্যারান্টি কার্ড' । যা দলীয় ইস্তেহারের আগে পার্টির জন্য বাজার গরম করতে পারে বলে মত অনেকের। আর এই কার্ড বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন আম আদমি পার্টির প্রচারকরা।

 তাক লাগানো প্রতিশ্রুতি 'গ্যারান্টি কার্ডে'!

তাক লাগানো প্রতিশ্রুতি 'গ্যারান্টি কার্ডে'!

আপ-এর তরফে জানানো হয়েছে আগামী ২৬ জানুয়ারির আগেই তারা দলীয় ইস্তেহার প্রকাশ করবেন। তার আগে এই গ্যারান্টি কার্ড ইস্তেহারের সারসংক্ষেপ মাত্র। সেখানে বলা হয়েছে, স্কুলের ফি কে নিয়ন্ত্রণ করতে থাকবে কেজরিওয়াল সরকার। রয়েছে দিল্লিতে ২৪ ঘণ্টা বিনামূল্যে জল আর বিদ্যুৎ পরিবহণের প্রতিশ্রুতি। সবচেয়ে কম দামে পরিবহন পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়াল। দিল্লির বায়ু দূষণ রোধ নিয়ন্ত্রণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যের বাস পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 'গ্যারান্টি কার্ডে'। এছাড়াও রাজধানীকে আর্জবনা মুক্ত করার প্রতিশ্রুতিও রয়েছে কেজরিওয়ালের ১০ পয়েন্টের গ্যারান্টি কার্ডে। পরিষ্কার পানীয় জল সমস্ত দিল্লিবাসী পেতে চলেছেন বলেও গ্যারান্টি কার্ড বর্ণনা করছে।

English summary
Delhi Assembly election 2020: CM Kejriwal releases Gurantee Card publish
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X