For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ দিল্লির ভোটে 'শাহিনবাগ ফ্যাক্টর' কি বিপাকে ফেলবে বিজেপিকে! পদ্মশিবিরের সমীক্ষায় কোন ব্যাখ্যা

দিল্লির তখত দখলে 'শাহিনবাগ ফ্যাক্টর' কি বিপাকে ফেলবে বিজেপিকে! পদ্মশিবিরের সমীক্ষায় কোন ব্যাখ্যা

  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহ পার হলেই দিল্লি নির্বাচন। আর তার আগে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে আসছে এই নির্বাচন ঘিরে একাধিক প্রসঙ্গ। আর তার জেরেই বিজেপির সমীক্ষায় উঠে এসেছে দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদ।

 সিএএ বিরোধী প্রতিবাদ শাহিনবাগে এবং দিল্লি নির্বাচন

সিএএ বিরোধী প্রতিবাদ শাহিনবাগে এবং দিল্লি নির্বাচন

শাহিনবাগে গত এক মাস ধরে চলছে সিএএ বিরোধী আন্দোলন। সেখানে জমায়েতে র মধ্যে বেশিরভাগ মুখই মহিলা ও শিশুদের। গোটা দেশে সিএএ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গেলেও, দিল্লির শাহিনবাগে প্রবল ঠান্ডাতেও চলছে নাগরিকত্বকে সামনে রেখে আন্দোলন। যা দিল্লি নির্বাচনে মোদী সরকারের কাছে বড়সড় ভয়ের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

শাহিনবাগ কি প্রভাব ফেলবে বিজেপির ভোট ব্যাঙ্কে?

শাহিনবাগ কি প্রভাব ফেলবে বিজেপির ভোট ব্যাঙ্কে?

বিজেপির অন্দরের সমীক্ষা বলছে, সিএএ নিয়ে শাহিনবাগের প্রতিবাদীদের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, সেই ফ্যাক্টরটাই বিজেপিকে বাড়তি মাইলেজ দিতে চলেছে আসন্ন দিল্লি নির্বাচনে। আর শাহিনবাগ ঘিরে যে সমস্ত ব্যক্তিদের গ্রেফতারি হয়ে চলেছে তাও বিজেপির ভোট ব্যাঙ্ককে শক্ত করবে বলে মনে করছে পদ্মশিবির।

 শাহিনবাগ নিয়ে বিজেপি নেতাদের একযোগে ক্ষোভ প্রকাশ

শাহিনবাগ নিয়ে বিজেপি নেতাদের একযোগে ক্ষোভ প্রকাশ

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির সাংসদ পরবেশ পরবেশ বর্মা সকলেই একযোগে শাহিনবাগকে নিয়ে নেতিবাচক মন্তব্যে মুখর হয়েছেন। আর তা থেকেই স্পষ্ট যে দিল্লির তখত দখল করতে শাহিনবাগকে গুরুত্ব দিতে শুরু করেছে পদ্মশিবির।

 কী বলছে বিজেপির অন্দরের সমীক্ষা!

কী বলছে বিজেপির অন্দরের সমীক্ষা!

বিজেপির দাবি, শাহিনবাগ যেমন মিডিয়ার লাইমলাইট কাড়ছে, তেমনই দিল্লির বিভিন্ন প্রান্তে শাহিনবাগ বিরোধী আন্দোলনও জোরদার হচ্ছে। আর তা শাসকদল 'আপ'কে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আপ বিরোধী প্রচারেও বেশ খানিকটা জোর দিচ্ছে বিজেপি। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেজরিওয়াল সরকারকে তোপ দিতে ছাড়ছে না বিজেপি।

'সেঞ্চুরি’ করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়! বসন্ত পঞ্চমীতেই পৌঁছে গেলেন নির্দিষ্ট লক্ষ্যে'সেঞ্চুরি’ করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়! বসন্ত পঞ্চমীতেই পৌঁছে গেলেন নির্দিষ্ট লক্ষ্যে

English summary
Delhi Assmbly election 2020, BJP internal survey says Shaheen Bagh may help to boost tally .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X