For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NRS কাণ্ডে ক্ষোভে সোচ্চার দিল্লির AIIMS! ডাক্তারদের কর্মবিরতিতে রাজধানীর স্বাস্থ্য পরিষেবা বিপর্যয়

রাজধানীর এইমস এর রেসিডেন্ট চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে তাঁরা শুক্রবার প্রতিবাদ ধরনায় বসতে চলেছেন। এনআরএস কাণ্ডের প্রতিবাদে বাংলার পাশে এই মুহূর্তে গোটা দেশের চিকিৎসক মহল।

Google Oneindia Bengali News

রাজধানীর এইমস এর রেসিডেন্ট চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে তাঁরা শুক্রবার প্রতিবাদ ধরনায় বসতে চলেছেন। এনআরএস কাণ্ডের প্রতিবাদে বাংলার পাশে এই মুহূর্তে গোটা দেশের চিকিৎসক মহল। রয়েছে আন্তর্জাতিক চিকিৎসকমহলও। চারিদিক থেকে উঠে আসছে প্রতিবাদের ঢেউ। আর এমন পরিস্থিতিতে আজ সকাল থেকে ধরনায় বসেছেন দিল্লির এইমস সহ অন্যান্য সরকারী হাসপাতালের চিকিৎসকরা। পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিপর্যয়ে রোগীর পরিবার।

রোগীর পরিবারের অবস্থা

'আমার মায়ের আজ ডায়ালিসিস হওয়ার কথা ছিল,.আমাদের অন্য কোথাও থেকে করাতে বলা হচ্ছে', এইমস চত্বরে এমনই বক্তব্য উঠে এলো এক রোগীর পরিবারের সদস্যের তরফে। এইমস -এ এদিন ধর্মঘটের রাস্তাকে বেছে নিয়েছেন চিকিৎসকরা। কলকাতার এনআরএস কাণ্ডের ঝড় এভাবেই আছড়ে পড়েছে রাজধানীর বুকে।

কলকাতার এনআরএসে ধরনা

কলকাতার এনআরএস -এ আজ সকাল থেকেই ধরনাস্থলে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অবস্থানে অনড় থেকে তাঁরা এই প্রতিবাদ ধরনায় শামিল। তবে ধরনার পাশাপাশি এনআরএস-এর ইমার্জেন্সি বিভাগ চালু রয়েছে পরিষেবার জন্য। মূলত মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে আসবার পরই নিজেদের অবস্থানে আরও্নড় হয়ে যান তাঁরা।

এইমস -এ প্রতিবাদ

এদিন এইমস-এর চিকিৎসকরা মাথায় ব্যান্ডেজ বেঁধে অনআরএস-এর ঘটনার প্রতীকী ভাবমূর্তি তুলে ধরেন। পাশাপাশি বসেন প্রতিবাদেও।

সফদরজং হাসপাতাল

দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসকরাও প্রতিবাদে উত্তাল হয়ে , কলকাতার এনআরএস-এর সমর্থনে প্রতিবাদে শামিল হয়েছেন।

ভীমরাও আম্বেদকরে ধরনা

অবস্থান ও প্রতিবাদ বিক্ষোভে দেখা যায় রায়পুরের ভীম রাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদের মধ্যেও।

[আরও পড়ুন:কমবয়সী ছেলেমেয়েগুলিকে হুমকি দিয়ে যে কাজ হবে না, সেটা মমতাদেবীর বোঝা উচিত ছিল ][আরও পড়ুন:কমবয়সী ছেলেমেয়েগুলিকে হুমকি দিয়ে যে কাজ হবে না, সেটা মমতাদেবীর বোঝা উচিত ছিল ]

[আরও পড়ুন:বাংলা জুড়ে চিকিৎসকদের গণ-ইস্তফা অব্যাহত! আরও ২ ডাক্তারের পদত্যাগ ][আরও পড়ুন:বাংলা জুড়ে চিকিৎসকদের গণ-ইস্তফা অব্যাহত! আরও ২ ডাক্তারের পদত্যাগ ]

English summary
Delhi AIIMS doctors starts strike Over NRS issue ,massive problem patients arises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X