For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NRS কাণ্ডে বাংলার ডাক্তারদের পাশে দিল্লির 'এইমস'! রাজধানীতে অভিনব প্রতিবাদ , শুক্রবার ধর্মঘটের ডাক

বাংলা জুড়ে গত কয়েকদিনে স্বাস্থ্য পরিষেবার অবস্থা ক্রমেই সংকটের দিকে এগিয়ে চলেছে। সোমবার রাতের পর থেকে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের ধরনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

Google Oneindia Bengali News

বাংলা জুড়ে গত কয়েকদিনে স্বাস্থ্য পরিষেবার অবস্থা ক্রমেই সংকটের দিকে এগিয়ে চলেছে। সোমবার রাতের পর থেকে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের ধরনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ধরনায় শামিল হয় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ। বিপর্যস্ত হয়ে যায় গোটা বাংলার স্বাস্থ্য পরিষেবা। আর বাংলার চিকিৎসকরা যখন নিজেদের দাবিতে অনড়, তখন দিল্লির এইমস-এর চিকিৎসকরা পাশে দাঁড়ালেন তাঁদের। এদিকে, এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগামিকাল এইমস-এ ধর্মঘটের ডাক দিয়েছেন সেখানের চিকিৎসকরা।

বাংলার পাশে দিল্লির এইমস!

বাংলার পাশে দিল্লির এইমস!

রাজ্যের চিকিৎসকদের দাবি একটাই, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর সেই দাবিতেই তাঁরা মুখ্যমন্ত্রীর সহমর্মিতা আশা করে ছিলেন। বদলে পেয়েছেন হুমকি! এই দাবি জুনিয়র চিকিৎসকদের। তবে কলকাতার চিকিৎকদের এমন পরিস্থিতিতে তাঁরা পাশে পেয়েছেন দিল্লির এইমসকে।

মাথায় হেলমেট পরে চিকিৎসা!

মাথায় হেলমেট পরে চিকিৎসা!

এদিন দিল্লির এইমস-এর চিকিৎসকদের কাউকে দেখা গিয়েছে মাথায় ব্যান্ডেজ বেঁধে আবার কাউকে দেখা গিয়েছে হেলমেট পরে চিকিৎসা করতে। গোটা বিষয়টাই ছিল কলকাতার ঘটনার প্রতিবাদ।

দিল্লিক এইমস-র বার্তা

দিল্লিক এইমস-র বার্তা

দিল্লির চিকিৎসকদের দেখা গিয়েছে, মাথায় ব্যান্ডেজ বেঁধে লাল রক্তের রঙের ছাপ দিয়ে এনআরএস কাণ্ডের অভিনব প্রতিবাদ করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল।

English summary
Delhi AIIMS Doctors wore Bandage to support Kolkata NRS Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X