For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইন অর্ডারের জিনিস পৌঁছতে দেরি, ভয়ানক কাণ্ডের শিকার 'ডেলিভারি বয়'

ফ্লিপকার্টের ডেলিভারি বয় কেশব একটি নম্বর ডায়াল করে ফোন করেছিলেন গ্রাহকের বাড়ির ঠিকানা নিশ্চিত করতে। কে জানত , সেই সময় অদৃষ্ট কেশবরে জন্য কী লিখছিল?

  • |
Google Oneindia Bengali News

ফ্লিপকার্টের ডেলিভারি বয় কেশব একটি নম্বর ডায়াল করে ফোন করেছিলেন গ্রাহকের বাড়ির ঠিকানা নিশ্চিত করতে। কে জানত , সেই সময় অদৃষ্ট কেশবরে জন্য কী লিখছিল? ঘটনা নয়াদিল্লির নিহার বিহারের। সেখানে ২৮ বছরের কেশব ফ্লিপকার্টে অর্ডার দেওয়া একটি জিনিস গ্রাহকের বাড়িতে পৌঁছতে যান। তারপরেই ঘটে যায় মর্মান্তিক কাণ্ড!

অনলাইন অর্ডারের জিনিস পৌঁছতে দেরি,ডেলিভারি বয়-এর সঙ্গে যা ঘটল ভয়ানক কাণ্ড


কেশব ওই গ্রাহকের বাড়িতে পৌঁছলে , মহিলা গ্রাহকটি তাঁর সঙ্গে চূড়ান্ত বচসা শুরু করেন। জানা গিয়েছে, অনলাইনে অর্ডার দেওয়া মোবাইল দেরিতে পৌঁছানো নিয়েই শুরু হয় তর্কাতর্কি। এরই মধ্যে গ্রাহক কমলদীপ নামের ওই মহিলা রাগের মাত্রা হারিয়ে ফেলে। শুরু হয় মারধর। ৩০ বছরের মহিলা, কেশবকে জুতোর ফিতে দিয়ে গলায় ফাঁশ লাগিয়ে দেয়।

এখানেই আতঙ্কের ছবিটা শেষ হয়নি। এরপরই কেশবের পেটের ওপর চেপে বসে মহিলা। তারপরই বার বার কেশবের দেহে কোপ বসাতে থাকে ওই মহিলা। এই কাজে তাকে সাহায্য করে তার ভাইও। আর কেশব সবকিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় অচৈতন্য হয়ে পড়েন। অচৈতন্য কেশবকেও ছাড়েনি অভিযুক্ত কমলদীপ। অভিযোগ রয়েছে, ওই মহিলা কেশবরের কাছে থাকা ৪০ হাজার টাকাও নিয়ে নেয়। পরে দেহ অচৈতন্য হয়ে পড়ায় ডেলিভারি বয় কেশব মারা গিয়েছে ভেবে রক্তাক্ত মৃতদেহকে নর্দমায় ফেলে দেয় মহিলা ও তার ভাই। আপাতত গুরুতর আহত কেশবরের চিকিৎসা চলছে সঞ্জয় গান্ধী মেডিক্যাল হাসপাতালে ।

English summary
Delay in Service Flipkart Delivery Man Strangled,Stabbed in New Delhi .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X