For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিলডেস্কের হাত ধরেই বদলেছে অনলাইন লেনদেনের সংজ্ঞা, ৩৪ হাজার কোটির সম্পত্তির চূড়ায় ৩ বন্ধু

বিলডেস্কের হাত ধরেই বদলেছে অনলাইন লেনদেনের সংজ্ঞা, ৩৪ হাজার কোটির সম্পত্তির চূড়ায় ৩ বন্ধু

  • |
Google Oneindia Bengali News

জীবনে সাফল্যের উড়ানের স্বপ্ন দেখেনা এরকম হয়তো কম মানুষই আছেন। কিন্তু স্বপ্ন দেখা আর তা বাস্তবায়নের মধ্যে রয়েছে বিস্তর ফারক। আর এই পথে হেঁটে যারাই নতুন মাইলফলক তৈরি করতে পেরেছেন তারই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এরকমই তিন নাম কার্তিক গণপতি, এম এন শ্রীনিবাস এবং অজয় কৌশল।

শুরুর কিছু কথা

শুরুর কিছু কথা

সূত্রের খবর, আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বা আইআইএম থেকে এমবিএ পাশ করার পর এম এন শ্রীনিবাস প্রথমে চাকরি পেয়েছিলেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। কিন্তু সেখানে কিছু বছর কাজ করার পর মন বদলায় তাঁক। সেখান থেকে ১৯৯৯ সালে যোগ দেন অ্যাকাউন্টিং ফার্ম আর্থার অ্যান্ডারসন নামে একটি সংস্থায়। আর সেখানেই পরিচয় হয় কার্তিক গণপতি এবং অজয় কৌশলের সঙ্গে। সেই প্রথম পথচলা শুরু তিন ত্রয়ীর।

কাজ ছেড়ে দেন একযোগে

কাজ ছেড়ে দেন একযোগে

একসাথে একই সংস্থায় কাজ করলেও তিনজনেরই মনে বাসনা জাগে নিজের সংস্থা গড়ে তোলার। আর বাসনা থেকেই একদিন একযোগে কোম্পানি ছেড়ে দেন তিন যুবক। শুরু হয় নতুন সংস্থা তৈরির যাত্রা। এদিকে দীর্ঘদিন তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করার সুবাদে তাদের বরাবরই এমন কিছু করার ইচ্ছা ছিল যা মানুষের জীবনযাত্রা আরও ডিজিটাল করে তুলবে। সহজ করে দেবে জীবন মান। প্রাথমিক ভাবে মাথায় এসেছিল অনলাইন শেয়ার কেনাবেচার অ্যাপের কথা। কিন্তু অনলাইন ট্রেডিংয়ের দিকে যেতে শুরুতেই কেউ রাজি হচ্ছিলেন না।

মসৃণ ছিল না শুরুর পথ

মসৃণ ছিল না শুরুর পথ

এদিকে ডিজিটাইজেশনের পথ ত প্রশস্ত হয়েছে ততই বেড়েছে অনলাইন লেনদেন। আর এই ইস্যুকে কাজে লাগিয়েই বিলপ্রদান সংক্রান্ত সমস্যা ডিজিটালের মাধ্যমে সমাধানের দিকে মন দিলেন তাঁরা। তৈরি হয়ে গেল 'বিলডেক্স'। ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বও হল। একই সংস্থা শুরু সময়েই তিনজনই চাকরি ছেড়ে দেন তারা। যদিও শুরুর তিন থেকে চার বছর খুব একটা সুখের কাটেনি কার্তিক, শ্রীনিবাস, অজয়ের। তাদের প্ল্যাটফর্মের কার্যকারিত সম্পর্কে ক্লায়েন্টদের বোঝাতে বোঝাতেই কেটে গিয়েছে বড় সময়।

বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি

বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি

তাপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তা। আসতে থাকে লগ্নি। মুম্বইয়ে রয়েছে এই সংস্থার প্রধান সদর দফতর। ২০১৫ সালের হিসাব বলছে বিলডেস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। এমনকী গত কয়েক বছরে ফোন পে, গুগল পে-র দৌরাত্ম বাড়ার আগে ভারতের অনলাইন লেনদেনের ৭০ শতাংশই হয় বিল ডেস্কের মাধ্যমে। এদিকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই সংস্থারই বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৪ হাজার কোটি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
three founders of Builddesk are the story of the success of the property worth Rs 34,000 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X