For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই হামলার পুনরাবৃত্তি রুখতে তৎপর ভারতীয় নৌবাহিনী, আশ্বস্ত করলেন রাজনাথ

মুম্বই হামলার পুনরাবৃত্তি রুখতে তৎপর ভারতীয় নৌবাহিনী, আশ্বস্ত করলেন রাজনাথ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনা সূত্রে খবর ইতিমধ্যেই বিগত কয়েক বছরে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় ২০০০-র এরও বেশি বার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা গেছে পাক সেনাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় সেনার পাল্টা জাবাবে পাক অধিকৃত কাশ্মীরের তিনটি জঙ্গি ঘাঁটিও ধূলিসাৎ হয়ে গেছে। তারপরই থেকেই কোনও রকম আগাম বিজ্ঞপ্তি ছাড়াই ভারতের সঙ্গে সমস্ত রকম ডাক যোগাযোগ বন্ধ করেছে ইসলামাবাদ।

মুম্বই হামলার পুনরাবৃত্তি রুখতে তৎপর ভারতীয় নৌবাহিনী, আশ্বস্ত করলেন রাজনাথ

এদিকে মঙ্গলবার ভারতীয় নৌ-সেনার এক সম্মেলনে এসে ২৬/১১-র মুম্বই হামলা প্রসঙ্গে বলতে গিয়ে জঙ্গি-দমনে বর্তমানে নৌবাহিনীর কড়া নজরদারির কথাও তুলে ধরেন। ওই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, '২৬/১১ এর মত নৃশংস ঘটনার আর পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেই ব্যাপারে সদা সতর্কিত ভারতীয় নৌ-বাহিনী। সীমান্ত রেখা বরাবর জলপথগুলিকেও সর্বদা নিজেদের নজরদারির মধ্যেই রেখেছে ভারতীয় নৌসেনা।’

প্রসঙ্গত ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বই হামলার সময় জঙ্গিরা নৌ পথেই ভারতে প্রবেশ করেছিল। পাশাপাশি গুজরাট ও কর্ণাটকের সমুদ্র-সীমা বরাবর পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিরা ইতিমধ্যেই অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। নজরদারি বাড়ানোর পাশাপাশি গুজরাটের স্যার ক্রিক প্রণালী সংলগ্ন এলাকা ও বেঙ্গালুরুতে সরকারি ভাবে জারি হয়েছে লাল সতর্কতা।

এদিকে এদিনের সম্মেলনে রাজনাথ সিং আরও বলেন, 'ভারত কখনোই আগ বাড়িয়ে আগ্রাসী মনোভাব পোষণ করেনি। কিন্তু আক্রমণের মুখে প্রতি ক্ষেত্রেই শত্রুদের কড়া ভাষায় জবাব দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।'

গোয়া, হিমাচল আর উত্তরপূর্বের রাজ্যে সবচেয়ে নিরাপদ মেয়েরা, বলছে রিপোর্টগোয়া, হিমাচল আর উত্তরপূর্বের রাজ্যে সবচেয়ে নিরাপদ মেয়েরা, বলছে রিপোর্ট

English summary
defense minister rajnath singh praises indian navy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X