রাফালে নিয়ে ক্যাগের রিপোর্টের পরই রাজনাথের মন্ত্রকের সতর্ক পদক্ষেপ
সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য। যেখানে বড়সড় প্রশ্নচিহ্নের সামনে পড়ে গেছে ফ্রান্সের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাফালে চুক্তি। আর সেই চুক্তির একাধিক ফাঁক ফোকড় সামনে আসতেই প্রতিরক্ষা মন্ত্রক 'অফসেট ক্লজ' নিয়ে সতর্কের পদক্ষেপ নিল।

প্রতিরক্ষা মন্ত্রকের পদক্ষেপ
আন্তঃসরকার ও সিঙ্গল ভেন্ডর চুক্তির ক্ষেত্রে অফসেট ক্লজকে বাদ দিয়ে চলার পথে হাঁটল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। মূলত রাফালে নিয়ে ক্যাগের রিপোর্ট আসার পর থেকেই সরকার তথষ্ঠ। রাফালে অফসেট ক্লজ ছিল ৫০ শতাংশ। ৩৬ টি রাফালের জন্য ৫৯,০০০কোটি টাকা ঘিরে ছিল অফসেট ক্লজ। ক্যাগের রিপোর্ট বলছে, সেই সময় চুক্তির ৩০ শতাংশ পূরণের জন্য ডিআরডিওকে দ্যাসো উন্নত প্রযুক্তি দেবে বলেও, তা দেয়নি।

ক্যাগের রিপোর্টে কী বলা হয়েছে?
ক্যাগের রিপোর্টেই বলা হয়েছে আগের শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে না রাফাল নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন ও এমবিডিএ। চুক্তি মোতাবেক প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিওকেও সাহায্য করছে না ওই দুই সংস্থা। এই তথ্য সামনে আসার পরেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা গেছে কংগ্রেসের প্রথমসারির নেতাদের।

কোন ঘটনা ঘিরে বিতর্ক
মূলত, অফসেট ক্লজ বলতে বোঝায় দেশীয় সংস্থাকে প্রযুক্তি হস্তান্তর করে যন্ত্রাংশ নির্মাণ। যে চুক্তি মানেননি ফ্রান্সের দ্যাসো অ্যাভিয়েশন সংস্থা। রাফালে কেনার শর্ত অনুযায়ী, চুক্তির মোট অঙ্কের একাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হিসাবে ভারতে আসার কথা। কিন্তু ফরাসি সংস্থা এই নিয়ম মানেনি বলে ক্যাগের রিপোর্টে প্রকাশিত।

প্রতিরক্ষামন্ত্রক কী জানিয়েছে?
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এবার থেকে প্রতিরক্ষার যাবতীয় চুক্তির ক্ষেত্রে কিছু গাইডলাইনের পরিবর্তন ঘটবে । অফসেট ক্লজ, সরকার থেকে সরকারে, বা আন্তঃসরকার চুক্তি বা সিঙ্গল ভেন্ডর চুক্তির সময় কার্যকরী হবে না।