For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে চুক্তির টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসার! উঠে এল তথ্য

রাফালে চুক্তি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ৩৬ রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে ক্রমেই বিজেপি সরকারকে কোণঠাসা করছে কংগ্রেস সহ বিরোধিরা।

  • |
Google Oneindia Bengali News

রাফালে চুক্তি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ৩৬ রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে ক্রমেই বিজেপি সরকারকে কোণঠাসা করছে কংগ্রেস সহ বিরোধিরা। এই যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বিজেপি সরকার আর্থিক তছরুপ করেছে বলে দাবি কংগ্রেসের । এমন এক ইস্যুতে ঘিরে ক্রমেই চড়ছে দেশের রাজনৈতিক পারদ। এরই মধ্যে উঠে আসছে এক চাঞ্চল্য়কর তথ্য। রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তির এক মাসে আগে প্রতিরক্ষা মন্ত্রকের এক অফিসার চুক্তির টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। এমনই খবর প্রকাশিত হয়েছে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ।

রাফালে চুক্তির টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসার! উঠে এল তথ্য

২০১৬ সালে ভারত-ফ্রান্স রাফালের চুক্তির সময় 'কনট্রাক্ট নিগোসিয়েশন কমিটির' সদস্য ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের এক অফিসার। যিনি চুক্তির টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। সেই সময়ে সেই কর্তা ব্যক্তির হাত ধরেই এই চুক্তি মন্ত্রিসভার অনুমোদনের জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাধ সাধেন তিনি। কিন্তু হঠাৎই প্রতিরক্ষা মন্ত্রকের আরও এক অফিসার সেই চুক্তি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সবুজ সংকেত দিয়ে দেন। ফলে চুক্তির কাগজপত্র মন্ত্রিসভার কাছে পৌঁছতে দেরি হয়নি সেই সময়ে।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টে 'নমাজ' রায়, মূল মামলার শুনানি ২৯ অক্টোবর থেকে][আরও পড়ুন:সুপ্রিম কোর্টে 'নমাজ' রায়, মূল মামলার শুনানি ২৯ অক্টোবর থেকে]

৩৬ রাফালে চুক্তি নিয়ে প্রথম প্রশ্নটিই তোলা হয়েছিল টাকার অঙ্ক নিয়ে। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ প্রকাশিত তথ্য অনুযায়ী এক অস্বাভাবিক মূল্যের টাকা ধার্য করা হয় এই চুক্তির জন্য। এদিকে, বহুবার রাফালে চুক্তির মাধ্যমে রিলায়েন্স গোষ্ঠীকে সুবিধে পাইয়ের দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রস সব বিরোধীরা। তবে বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রকের অন্দরমহলের এই তথ্য প্রকাশিত হওয়ায় তা রাজনৈতিক মহলকে কতটা উস্কে দেয় সদিকে নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন:পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন:পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট]

English summary
Defence Ministry official put on record objections to 36-Rafale deal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X