For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌মেক ইন ইন্ডিয়া’‌র উদ্যোগে সেনা উপকরণের জন্য ৩,৩০০ কোটি টাকার বরাত দিল প্রতিরক্ষা মন্ত্রক

‘‌মেক ইন ইন্ডিয়া’‌র উদ্যোগে সেনা উপকরণের জন্য ৩,৩০০ কোটি টাকার বরাত দিল প্রতিরক্ষা মন্ত্রক

Google Oneindia Bengali News

সেনা প্রধান বিপিন রাওয়াত আগেই জানিয়েছিলেন যে এবার থেকে ভারতীয় সেনারা দেশীয় অস্ত্রের সাহায্যে শত্রুর মোকাবিলা করবে। পরিকল্পনাকে এবার বাস্তবে রূপদান করার সময় এসে গিয়েছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রক '‌মেক ইন ইন্ডিয়া’‌র উদ্যোগে সেনা প্রকল্পে থার্ড–জেনারেশন অ্যান্টি–ট্যাঙ্ক গাইডেড মিশাইলের বরাত দিয়েছে বেসরকারি সংস্থাকে। জানা গিয়েছে, সেনা উপকরণ কেনার জন্য ৩,৩০০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে দেশের এক সংস্থাকে।

অনুমোদন দিয়েছে কেন্দ্র

অনুমোদন দিয়েছে কেন্দ্র

যার অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (‌ড্যাক)‌-এর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেনা উপকরণের ডিজাইন, উন্নয়ন এবং তা তৈরি করার জন্য কোনও দেশীয় সংস্থাকে বেছে নেওয়া হল।

তিনটি উপকরণের বরাত

তিনটি উপকরণের বরাত

রিপোর্টে জানা গিয়েছে, তিনটি সেনা উপকরণের বরাত দেওয়া হয়েছে। যার মধ্যে দু'‌টি থার্ড-জেনারেশন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিশাইল (‌এটিজিএম)‌ এবং টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্কের জন্য একটি অক্সিলারি পাওয়ার ইউনিট সশস্ত্র যুদ্ধে এই থার্ড-জেনারেশন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিশাইল দারুণ কাজ করবে।

দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্র

দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্র

কারণ এতে থাকবে ‘‌ফায়ার অ্যান্ড ফরগেট'‌ এবং ‘‌চূড়ান্ত হামলা'‌ করার ক্ষমতা। অক্সিলারি পাওয়ার ইউনিটে থাকবে আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং তা রাতের যুদ্ধে যথেষ্ট সহায়ক হবে সেনাদের। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌উভয় প্রকল্পের বিকাশ হবে মেক-২ বিভাগের অন্তর্গত এবং এটা বেসরকারি ক্ষেত্রে দেশীয় গবেষণা ও উন্নয়ণে আলাদা মাত্রা এনে দেবে।'‌ মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এই প্রথমবার দেশীয় কোনও সংস্থা সেনাদের জটিল উপকরণের ডিজাইন, বিকাশ এবং তা তৈরি করবে।

সমৃদ্ধ হবে সেনা

সমৃদ্ধ হবে সেনা

এগুলি ছাড়াও, তৃতীয় দেশি প্রকল্পটি ডিসক্রিয়েট ইলেকট্রনিক ওয়ারফেয়ার (‌ইডব্লিউ)‌ পদ্ধতি, যেটি পাহাড়-পর্বতে চড়তে এবং খুব উঁচু জায়গায় উঠতে পারবে। এটি জিজাইন করেছে ডিআরডিও এবং তৈরি করবে দেশীয় এক সংস্থা।

সিবিআই-এর মামলায় জামিন মঞ্জুর, তবে জেলেই থাকবেন চিদাম্বরমসিবিআই-এর মামলায় জামিন মঞ্জুর, তবে জেলেই থাকবেন চিদাম্বরম

English summary
The Defence Ministry on Monday cleared an Army project for acquiring third-generation anti-tank guided missiles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X