For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে কড়া জবাব দিতে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া! বেজিংয়ের ঘুম ওড়াতে আসছে ৩৩টি যুদ্ধবিমান

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে ভারত-চিন টানাপোড়েনের মাঝে আকাশপথে গতিবিধির উপর নজর রাখতে যুদ্ধবিমান নিয়ে টহল শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই লাদাখে শক্তিশালী অ্যাপাচি হেলিকপ্টার এবং মিগ-২৯ এস বিমান টহলদারি শুরু করেছে। এরই মধ্যে বায়ুসেনাকে আর শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সীমান্তে সংঘাতের মধ্যেই এবার ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত।

আসছে ১২টি সুখোই ও ২১টি নতুন মিগ-২৯এস যুদ্ধবিমান

আসছে ১২টি সুখোই ও ২১টি নতুন মিগ-২৯এস যুদ্ধবিমান

লাদাখ সীমান্তে চলমান ভারত-চিন সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যেই রাশিয়া থেকে আরও ৩৩টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। প্রস্তাব অনুযায়ী, ১২টি সুখোই ও ২১টি নতুন মিগ-২৯এস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার।

পাঁচ হাজার কোটি টাকা খরচে আসছে এই যুদ্ধবিমানগুলি

পাঁচ হাজার কোটি টাকা খরচে আসছে এই যুদ্ধবিমানগুলি

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভারতীয় বিমান বাহিনী এই পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করার জন্য অনুরোধ করেছিল গতমাসে। লাদাখের পরিস্থিতির কথা বিবেচনা করে সেই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মিগ-২৯-এর বিশেষত্ব

মিগ-২৯-এর বিশেষত্ব

মিগ-২৯-এ দুটি ইঞ্জিন থাকে। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের বিমানকে নিখুঁত লক্ষ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর ওজনও সুখোই-৩০ এমকেআই বিমানের থেকে হালকা। এর সাহায্যে নিরাপদ দূরত্ব থেকে চিনা সামরিক ঘাঁটি বা বিমান গুঁড়িয়ে দিতে পারবে ভারতীয় বিমান বাহিনী।

চিনের আকাশপথে গতিবিধির উপর নজর রাখছে ভারত

চিনের আকাশপথে গতিবিধির উপর নজর রাখছে ভারত

তিব্বতে চিনের আকাশপথে গতিবিধির উপরও নজর রাখছে ভারতীয় বায়ুসেনা। তিব্বতের মালভূমিতে অধিক উচ্চতায়, যেখানে চিনের বায়ু সেনার ঘাঁটি রয়েছে, সেখানে চিনের আকাশপথে কোনও গতিবিধি দেখলেই ভারতীয় সশস্ত্র যুদ্ধ বিমানগুলি একত্র হবে বলে জানা গিয়েছে।

লাদাখ যেন দাবার ছক! চিনের চালের অপেক্ষায় সফর বাতিল রাজনাথ সিংয়ের, নেপথ্যে কোন কারণ?লাদাখ যেন দাবার ছক! চিনের চালের অপেক্ষায় সফর বাতিল রাজনাথ সিংয়ের, নেপথ্যে কোন কারণ?

English summary
Defence Ministry approves purchase of 33 new fighter jets including 21 MiG-29s from Russia amid Ladakh Stand off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X