For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা জয়ের পথে দেশ, বাজারে এল ডিআরডিও–এর অ্যান্টি–কোভিড ওষুধ ২ডিজি, শুরু সরবরাহ

করোনা জয়ের পথে দেশ, বাজারে এল ডিআরডিও–এর অ্যান্টি–কোভিড ওষুধ ২ডিজি, শুরু সরবরাহ

Google Oneindia Bengali News

বাজারে এল ডিআরডিওর তৈরি করা করোনার ওষুধ। প্রথম ডোজের ২–ডিওক্সি–ডি–গ্লুকোজ (‌২–ডিজি)‌ ওষুধ কোভিড–১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত তা সোমবারই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন।

প্রথম ১০ হাজার ডোজ তৈরি

প্রথম ১০ হাজার ডোজ তৈরি

জানা গিয়েছে, সোমবার থেকেই হাসপাতাগুলি এই ওষুধের সরবরাহ নিতে পারবে। অ্যান্টি কোভিড-১৯ ড্রাগ ২ডিজি-এর ১০ হাজার ডোজ তৈরি হয়ে গিয়েছে এবং তা ইতিমধ্যে দিল্লির বেশ কিছু হাসপাতালে সরবরাহ হয়েছে। ভারতের ওষুধ নিয়ামক সংস্থা ডিআরডিওর এই ওষুধকে কোভিড-১৯-এর গুরুতর কেসে জরুরি ব্যবহারের জন্য ৮ মে অনুমোদন দেয়।

 কারা তৈরি করল এই ওষুধ

কারা তৈরি করল এই ওষুধ

অ্যান্টি-কোভিড থেরাপিউটিক ২-ডিওক্সি-ডি-গ্লুকোজ (‌২-ডিজি)‌ ওষুধটি তৈরি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (‌ইনমাস)‌, এটি ডিআরডিওর একটি ল্যাব। এর সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডঃ রেড্ডির ল্যাব। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে যে এই ওষুধ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের সুস্থ করে তোলে দ্রুত এবং তাঁদের পরিপূরক অক্সিজেন নির্ভরতা হ্রাস করে। ২-ডিজি ওষুধের চিকিৎসার পরই রোগীদের আরটি-পিসিআর রিপোর্টে নেগেটিভের অনুপাত বেশি দেখা গিয়েছে।

 এই ওষুধ প্রয়োগে সুস্থ হচ্ছেন রোগীরা

এই ওষুধ প্রয়োগে সুস্থ হচ্ছেন রোগীরা

২-ডিজি ওষুধ নেওয়ার পর রোগীদের কোভিড উপসর্গ থেকে দ্রুত সুস্থ হতে দেখা গিয়েছে। যাঁদের এই ২-ডিজি ওষুধ দেওয়া হয়েছে এবং যাঁরা স্বাভাবিক ওষুধ খেয়েছেন তাঁদের মধ্যে সুস্থতার পার্থ্যক্য আড়াই দিনের ছিল।

 কেমন দেখতে এই ওষুধটি

কেমন দেখতে এই ওষুধটি

জানা গিয়েছে, ২ ডিজি ওষুধটি অনেকটা গ্লুকোজের মতো। পাউডার হিসেবে মিলবে এই ওষুধ। খেতে হবে জলে গুলে। এই ওষুধটি ভাইরাস সংক্রমিত কোষগুলিতে জমে এবং ভাইরাল সংশ্লেষণ এবং শক্তি উৎপাদন বন্ধ করে ভাইরাসের বৃদ্ধি রোধ করে।

করোনায় ধুঁকছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল, কোভিডে মৃত্যুর আসল পরিসংখ্যানে 'কারচুপির' অভিযোগ গুজরাতেকরোনায় ধুঁকছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল, কোভিডে মৃত্যুর আসল পরিসংখ্যানে 'কারচুপির' অভিযোগ গুজরাতে

দেশের পাশে ডিআরডিও

দেশের পাশে ডিআরডিও

সীমান্ত এলাকায় যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে করোনা আবহ, নানা সময়ে দেশের পাশে দাঁড়িয়েছে ডিআরডিও। এমনকি সঙ্কটের দিনে করোনা ভাইরাসের থেকে রোগীদের সুস্থ রাখতে এই ওষুধও প্রস্তুত করল এই সংস্থা। আর তাতে সাফল্যও মিলল। করোনা যুদ্ধে কিছুটা হলেও আশার আলো দেখাল এই ওষুধ। আগামী দিনে এই ওষুধ আরও বেশি সংখ্যায় যোগান দিতে ডিআরডিও অবিরাম কাজ করে চলেছেন

English summary
Defense Minister Rajnath Singh release first batch of 2-DG anti-covid drug made by DRDO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X