For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনন্দনকে দেখতে হাসপাতালে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারম! 'মেডিক্যাল টেস্ট' ঘিরে কোন তথ্য উঠে এল

বীরের সম্মানে শুক্রবার রাতে দেশ বরণ করে নিয়েছে নিজের সন্তানকে। পঞ্জাবের ওয়াঘা সীমান্ত থেকে চেন্নাইয়ের আকাশ যেন কাল উদযাপন করেছে আকাল দীপাবলি।

  • |
Google Oneindia Bengali News

বীরের সম্মানে শুক্রবার রাতে দেশ বরণ করে নিয়েছে নিজের সন্তানকে। পঞ্জাবের ওয়াঘা সীমান্ত থেকে চেন্নাইয়ের আকাশ যেন কাল উদযাপন করেছে আকাল দীপাবলি। ৫৬ ঘণ্টারও বেশি দীর্ঘ লড়াইয়ের পর ঘরে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর শুক্রবার রাত ন'টা ২০ নাগাদ তিনি ফিরতেই বায়ুসেনার বিশেষ বিমানে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

যোদ্ধা অভিনন্দনের সঙ্গে সাক্ষাৎ প্রতিরক্ষামন্ত্রীর! হাসপাতালে চলছে মেডিক্যাল চেক আপ

দিল্লির আরআর হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এই বীর বায়ুসেনা অফিসার।আর এদিন তাঁর সঙ্গে সেখানে দেখা করতে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। এদিন নির্মলা সীতারমনের সঙ্গে ছিলেন এয়ার মার্শাল বীরেন্দ্র সিং। সূত্রের দাবি, অভিনন্দন খুব শিগিরিই ফের কাজে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গিয়েছে, গাতকাল রাতেই এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এশটাব্লিশমেন্টে আনা হয় অভিনন্দনকে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাজির ছিলেন বায়ুসেনার পদস্থ কর্তারা। এক ঝলকের জন্য উইং কামান্ডার অভিনন্দন দেখার সুযোগ পান তাঁর পরিবারকে। এরপর হালকা কিছু খাবার খেয়ে রাত ১ টা নাগাদ ঘুমোতে যান তিনি।

এদিন সকাল থেকেই উইং কামান্ডারের বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আরও বেশ কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। সূত্রের দাবি,তাঁর এম আর আই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। করা হয়েছে সিটিস্ক্যানও। এছা়ডাও সাইকোলজিক্যাল অ্যানাসলাইসিস টেস্ট ,বাগ স্ক্যানিং-এর মতো বেশ কয়েকটি পরীক্ষা করা হবে বলে খবর। ইতিমধ্যেই তিনি বায়ুসেনা প্রধান বিএস ধনওয়াকে জানিয়েছেন পাকিস্তানে সেনার আওতায় থাকার সময়ের পরিস্থিতি। আপাতত তিনি বায়ুসেনার মেস-এ থাকবেন বলে খবর।

সেনা সূত্রের দাবি, পাক সেনার কব্জায় তাঁর সঙ্গে কী কী করা হয়েছে তা জানা হবে 'ডিব্রিফিং' প্রক্রিয়ায় মাধ্যমে। তাঁর মুখ থেকেই শোনা হবে, পাকিস্তানে বন্দি থাকা অবস্থার কথা। তবে সেটাও কীভাবে বলবেন তা নির্দিষ্ট করে দেওয়া আছে। বাগ স্ক্যানিং প্রক্রিয়ায় জানা হবে, তাঁর শরীরে কোথাও কোনও ক্যামেরা বসানো হয়েছে কী না।

English summary
Defence Minister Nirmala Sitharaman met Wing Commander Abhinandan Varthman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X