For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আজহার পাক-আশ্রয়ে, এর থেকে বড় আর কী প্রমাণ চাই, ইমরানকে জবাব দিল্লির

মুম্বই থেকে শুরু করে পাঠানকোট হামলা কিছুই করেনি পাকিস্তান সরকার। ইতিমধ্যে ১০ বছর কেটে গিয়েছে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে শুরু করে পাঠানকোট হামলা কিছুই করেনি পাকিস্তান সরকার। ইতিমধ্যে ১০ বছর কেটে গিয়েছে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যবস্থা নেওয়ার পরিবর্তে হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে কড়া জবাব দিয়ে প্রতিরক্ষামন্ত্রক জানায়, তাঁর কাছে এর থেকে আর কী আশা করা যায়।

মাসুদ আজহার পাক-আশ্রয়ে, এর থেকে বড় আর কী প্রমাণ চাই

স্বরাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে বিস্মিত নই। সবাই জানে মাসুদ আজহার পাকিস্তানে। মুম্বই হামলার পর অনেক প্রমাণ দেওয়া হয়। পাঠানকোট হামলার পরও প্রমাণ দেওয়া হয়। প্রমাণ দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকে নিয়েও। প্রমাণ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।

এদিন ইমরান খান পুলওয়ামা-কাণ্ডে পাক যোগ উড়িয়ে হুঁশিয়ারি দেন আঘাত করলে প্রত্যাঘাত হবে। পাকিস্তানও তৈরি আছে। পাকিস্তান প্রধানমন্ত্রী এহেন বিবৃতি এদিন ভারতকে আরও দৃঢ়চেতা করেছে। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান পুলওয়ামায় জঙ্গি হামলার পর সমবেদনাসূচক কোনও বার্তাও দেননি। উল্টে আজ হুঁশিয়ারি দিচ্ছেন।

এদিন বিদেশমন্ত্রক কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, পাকিস্তানকে আর বিশ্বাস করেন না দুনিয়া। দু-একটি দেশ ছাড়া দুনিয়ার কোনও দেশই তাদের প্রতি আস্থাভাজন নয়। এদিন সেনা তরফেও কড়া জবাব দিযে জানানো হয়, পাক সেনারই সন্তান জয়েশ ই মহম্মদ। অতএব প্রমাণ হয়েই আছে এই ঘটনার নেপথ্যে কারা। ভারতের কাছে প্রমাণ চাওয়া নিছকই অজুহাত।

English summary
Defence Minister Nirmala Sitaraman counters Imran Khan after Pulwama terror. India says Masud Azhar is the biggest evidence who is in Pakistan custody.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X