
উত্তরপ্রদেশে বিজেপিকে হারানো ১৯৪৭-এর স্বাধীনতার চেয়েও বড় জয় হবে, দাবি মুফতির
একসময় জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট সরকার ছিল, তারপর বিপাশা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ ৩৭০ সরিয়ে একখন কাশ্মীরের রাজনৈতিক দল ও নেতাদের কাছে চক্ষুশূল বিজেপি৷ উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দিলেন পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ তবে তিনি শুধু বিজেপিকে হারানোর ডাকই দেননি, সঙ্গেই তিনি দাবি করেছেন ২০২২ এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে হারানো কার্যত স্বাধীনতা পাওয়ার চেয়েও বেশি৷

সম্প্রতি পিডিপির ট্রাইবাল ইয়ুথ কনভেনশনে বক্তব্য রাখছিলেন মেহবুবা। সেখানেই তিনি বলেন, দেশে কোথাও কোনও নির্বাচন এলেই বিজেপির ঔরঙ্গজেব, বাবরকে আক্রমণ করার কথা মনে পড়ে৷ শেষ পাঁচবছরে উত্তরপ্রদেশে কোনও উন্নয়ন তারা করতে পারেনি৷ সামনপই নির্বাচন তাই তারা আবার বাবর, ঔরঙ্গজেব নিয়ে টানাটানি শুরু করে। এবারে আমাদের সবার সামনে সুযোগ উপস্থিত হয়েছে যে আমরা বিজেপিকে উত্তরপ্রদেশের ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবো৷ আর যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে তা ১৯৪৭ সালের স্বাধীনতা পাওয়ার চেয়েও বড় আজাদী হবে৷
তবে এখানেই থামেননি মেহবুবা৷ তিনি আরও বলেন, এই পাঁচবছরের উত্তরপ্রদেশের মানুষের উন্নয়নের জন্য একটা হাসপাতালও বানাগে পারেনি বিজেপি৷ শুধু বাইরের লোকদের নিয়ে এসে সেখানে জায়গা ও কাজ দিচ্ছে এবং সেটাকেই উন্নয়ন বলে চালানোর চেষ্টা করছে! আমি ওদের (বিজেপিকে) জিজ্ঞেস করেছি কোথায় উন্নয়ন হয়েছে দেখাও! সে সব কিছুই করেনি ওরা উল্টে দেশের ভিত্তি যে ধর্মনিরপেক্ষতা সেটাকেই নষ্ট করতে উঠে পড়ে লেগেছে৷ হিন্দু মুসলিম বিভেদ বাড়াচ্ছে৷ তাই ওদের সরাতে পারলে তা স্বাধীনতার চেয়ে বড় জিনিসই হবে৷
২ বছর পর চিনে রেকর্ড হারে বৃদ্ধি করোনা গ্রাফ, তাহলে কি শীতকালীন অলিম্পিক বাতিলের ইঙ্গিত
প্রসঙ্গত ১০ফ্রেব্রুয়ারি শুরু হয়ে মেট ৬ দফায় বিধানসভা নির্বাচন হবে উত্তরপ্রদেশে। এবং ১০ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৪, ২০, ২৩, ২৭ ফ্রেব্রুয়ারি সহ এবং ৩ মার্চ শেষ দফায় ভোট হবে যোগীরাজ্যে৷ যেখানে রামমন্দিরের ভূমি পুজো, কাশীবিশ্বনাথ করিডর সহ একাধিক বিষয়কে সামনে রেখে বিজয়ের জন্য রথ সাজাচ্ছে বিজেপি সেখানেই তাদের বড় বিরোধী অখিলেশের সমাজবাদী পার্টির ঝুলিতে থাকতে মুসলিম ও দলিত ভোটের সমীকরণ৷ এবং এর মাঝেই ভোটের মুখে স্বামী মৌর্য সহ একাধিক ওবিসি মন্ত্রী বিজেপি ছেড়ে সপা-শ যোগ দেওয়াতে এখন উত্তরপ্রেদেশের লড়াই যে সেয়ানে সেয়ানে তা বলার অপেক্ষা রাখে না!