For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ গজে এই মেয়েটি যে কীর্তি স্থাপন করল তার জন্য সচিন, সৌরভরাও কুর্নিশ জানাতে বাধ্য হবেন

কিছুদিন আগেই মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পেয়েছেন ঝুলন গোস্বামী। এবার তাঁরই সতীর্থ দীপ্তি শর্মা যে নজির স্থাপন করল তাতে ভারতীয়রা গর্ববোধ করবেন।

Google Oneindia Bengali News

রবিবার দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুম যেন দীপ্তিময় হয়ে গেল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই সদস্য যে ব্যাটিং বিস্ফোরণ দেখালেন তাতে মাত ক্রিকেট বিশ্ব। আর এই ব্যাটিং বিস্ফোরণে এক নয়া কীর্তিও স্থাপন করলেন তিনি। চতুর্দেশীয় সিরিজে এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। দীপ্তি শর্মা ও পূণম রাওতের দুরন্ত ব্যাটিং-এ ভারত ৫০ ওভারে ৩২০ রানের বিশাল রানের টার্গেট খাড়া করে।

দীপ্তি করেন ১৮৮ রান। ১৬০ বলে করা তাঁর এই রানের মধ্যে ছিল ২৭টি চার ও ২টি ছয়। এই রানের সুবাদে দীপ্তি এই মুহূর্তে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি হয়ে গিয়েছেন। তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২২৯ রান করেছিলেন বেলিন্ডা।

২২ গজে এই মেয়েটি যে কীর্তি স্থাপন করল তার জন্য সচিন, সৌরভরাও কুর্নিশ জানাতে বাধ্য হবেন

দীপ্তির সঙ্গে ক্রিজে থাকা পূণম রাওত ১০৯ রান করে আউট হন। ১১৬ বলের এই ইনিংসে ১১টি চার মারেন পূণম। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার এই মাঠেই মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির শিরোপা পেয়েছেন ঝুলন গোস্বামী। এবার দীপ্তির কীর্তি ভারতীয় ক্রিকেটকে ফের গর্ব করার সুযোগ দিল।

English summary
Deepti Sharma is now second highest run getter in single odi match in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X