For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমের সাজা ঘোষণার পরে প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিক রামচন্দ্রের পুত্র অনশূল যা জানালেন

সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমকে দশ বছরের কারাদণ্ডের সাজা শোনানোর পরে রামচন্দ্রের পুত্র অনশূল ছত্রপতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

  • |
Google Oneindia Bengali News

গুরমিত রাম রহিমের কেলেঙ্কারির পর্দাফাঁস করেছিলেন রামচন্দ্র ছত্রপতি। নিজের হাতে তৈরি এক পত্রিকায় রাম রহিমের অসাধু কাজকর্মের ফিরিস্তি লিখেছিলেন। আর সেজন্য ২০০২ সালে খুন হতে হয় সাংবাদিক রামচন্দ্রকে।

রাম রহিমের সাজা শুনে সাংবাদিক রামচন্দ্রের পুত্র যা জানালেন

নিজের হাতে তৈরি পত্রিকা 'পুরা সচ'-এ রামচন্দ্র ডেরা সাচায় নির্যাতিতা এক মহিলা আশ্রমিকের চিঠি নাম না করে প্রকাশ করেন। সেখানেই প্রথম ফাঁস, হয়েছিল কীভাবে নিজের ডেরায় একেরপর এক মহিলাকে ধর্ষণ করে চলেছে গুরমিত রাম রহিম সিং। সেই ঘটনার পরে মাসখানেকের মধ্যে নিজের বাড়িতে খুন হন রামচন্দ্র। অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। সেই মামলাও আদালতে বিচারাধীন।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমকে দশ বছরের কারাদণ্ডের সাজা শোনানোর পরে রামচন্দ্রের পুত্র অনশূল ছত্রপতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, বহুদিন ধরেই বলে আসছিলাম যে রাম রহিমের মতো মানুষরা আসলে সমাজের শত্রু। প্রথমে যখন আমরা বলেছিলাম যে রাম রহিম অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত তখন মানুষ বুঝতে পারেনি। তবে আদালত আমাদের কথা প্রমাণ করেছে। আমরা খুব খুশি।

রামচন্দ্রকে গুলিবিদ্ধ হয়ে ২৮ দিন হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করে জীবন দিতে হয়েছিল। সেই লড়াইয়ে শেষপর্যন্ত পরিবারের জয় হয় কিনা সেদিকেই এখন চেয়ে রামচন্দ্রের গোটা পরিবার।

English summary
Decreased journalist Ramchandra Chhatrapati son Anshul Chhatrapati's firts reaction after Gurmeet Ram Rahim Singh verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X