For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেওয়া যাবে না আগাম শুনারির তারিখ! হিজাব বিতর্কে সংবেদনশীল না হতে পরামর্শ সুপ্রিম কোর্টের

হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে শুনানির জন্য নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের (Supreme Court) । হিজাব নিয়ে কর্নাটক (Karnataka) হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেখান

  • |
Google Oneindia Bengali News

হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে শুনানির জন্য নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের (Supreme Court) । হিজাব নিয়ে কর্নাটক (Karnataka) হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেখানেই তাড়াতাড়ি শুনানির আবেদনের পাশাপাশি শুনানির জন্য তারিখ জানানোর আবেদনও করা হয়। এরপরেই সুপ্রিম কোর্টের তরফে জরুরি ভিত্তিতে আবেদন শুনতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট। এবার নির্দিষ্ট তারিখ জানাতেও অস্বীকার করল সর্বোচ্চ আদালত।

সংবেদনশীল না হতে পরামর্শ

সংবেদনশীল না হতে পরামর্শ

হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। তবে প্রথমেই সুপ্রিম কোর্ট জানিয়ে গিয়েছিল জরুরি ভিত্তিতে এর শুনানি হবে না। এরপর আবেদনকারীর আইনজীবী দেবদত্ত কামাত সুপ্রিম কোর্টে আবেদন করেন, সামনেই পরীক্ষা। সেই কারণে এই মামলার শুনানি জরুরি। এই সময় প্রধান বিচারপতি এনভি রমানা জানিয়ে দেন, এই ইস্যুর সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই। তিনি এব্যাপারে সংবেদনশীল না হতেো পরামর্শ দেন।

আদালতে পরীক্ষার কথা উল্লেখ

আদালতে পরীক্ষার কথা উল্লেখ

হিজাব বিতর্ক সংক্রান্ত মামলাটি বৃবস্পতিবার জরুরি তালিকার ভিত্তিতে দেশের প্রধান বিচারপতির এজলাসে ওঠার কথা ছিল। এদিন আইনজীবী দেবদত্ত কামাত বলেন, ২৮ মার্চ থেকে পরীক্ষা রয়েছে। যদি তাঁদেরকে হিজাব ছাড়া শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া না হয়, তাহলে তাদের একটা বছর নষ্ট হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হিজাব নিষিদ্ধ করার পরে কর্নাটকে অনেক সংখ্যালঘু পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি। এই ব্যাপারটি নিয়ে কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন, যাঁরা পরীক্ষা দেননি, তাঁদের জন্য দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করা হবে না। কারণ এর কোন বিধান নেই। আদালতের রায় তাঁরা মেনে চলবেন বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষায় অনুপস্থিত থাকার অনের কারণ হতে পারে। সেখানে হিজাব ছাড়াও, অসুস্থতা, পড়াশোনা না করার মতো কারণও থাকতে পারে।

 হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়

হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়

সম্প্রতি হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট তাদের রায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ধপ্মীয় পোশাকের ওপরে নিষেধাজ্ঞা বহাল রাখে। রায়ে কর্নাটক হাইকোর্ট বলে, ইসলামে হিজাব অপরিহার্য হলেও, ধর্মীয় অনুশীলনে তা নয়। এরপরেই সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালত মামলা দায়ের করা হয়।

হুমকির জেরে বিচারপতিদের নিরাপত্তা জোরদার

হুমকির জেরে বিচারপতিদের নিরাপত্তা জোরদার

কর্নাটক হাইকোর্টের রায়ের পরে, সেখানকার প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা দীক্ষিত, বিচারপতি এম জাইবুন্নিসাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপরে এঁদের নিরাপত্ত জোরদার করা হয়। তাঁদেরকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বদলে গিয়েছে বর্তমান রাজনীতি! পুরনো দিনের রাজনীতিকদের সঙ্গে তুলনায় তীব্র কটাক্ষ গুলাম নবি আজাদেরবদলে গিয়েছে বর্তমান রাজনীতি! পুরনো দিনের রাজনীতিকদের সঙ্গে তুলনায় তীব্র কটাক্ষ গুলাম নবি আজাদের

English summary
After declinng early hearing of Hijab row this time declines giving date Supreme Court says dn't sensitize.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X