সরকারি সাহায্য ফেরালেন আত্মঘাতী অনিতার পরিবার
তামিলনাড়ু সরকারের দেওয়া অর্থসাহায্য ফিরিয়ে দিল মৃত অনিতার পরিবার। তাঁরা সাফ জানিয়ে দিলেন অভিন্ন মেডিক্যাল জয়েন্টের বিরুদ্ধে তাঁর লড়াই ছিল, সরকারের অর্থসাহায্যের দাবিতে নয়। দ্বাদশ শ্রেণিতে দুর্দান্ত ফল করার পরও অভিন্ন মেডিক্যাল জয়েন্টে অকৃতকার্য হয়ে গত সপ্তাহেই আত্মঘাতী হন অনিতা।

সোমবার জেলা কালেক্টর জি লক্ষ্মী প্রিয়া অনিতার বাড়িতে ৭ লক্ষ টাকার চেক নিয়ে যান। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন অনিতার পরিবার। তাঁর ভাই মণিরত্নম জানিয়েছেন, তামিলনাড়ুকে অভিন্ন মেডিক্যাল জয়েন্ট থেকে রেহাই দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছেন অনিতা, রাজ্য সরকারের কাছ থেকে অর্থসাহায্যের দাবিতে নয়।

এদিকে অনিতার মৃত্যুতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অনিতার মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের পালানিস্বামী সরকারকেও দায়ী করেছে বিরোধী রাজনৈতিক শিবির। রাজ্য সরকারের অকর্মণ্যতার জেরেই রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অভিন্ন মেডিক্যাল জয়েন্ট বা নিট-এর বিরুদ্ধে অনিতার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএমকে নেতা এম কে স্তালিন। অপরদিকে বিরোধীরা ছাত্রীর আত্মহত্যাকে নিয়ে রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি।

তামিলনাড়ুকে এক বছরের জন্য অভিন্ন মেডিক্যাল জয়েন্ট থেকে রেহাই দেওয়া হবে না বলে কেন্দ্র জানিয়ে দেওয়ার পরপরই সুপ্রিমকোর্ট নির্দেশ দেয় নিট-এর ভিত্তিতে মেডিক্যালে ভর্তি প্রক্রিয়া শুরু করতে। কিন্তু রাজ্যের মেডিক্যাল জয়েন্টে ব্যাপক ফল করলেও অভিন্ন মেডিক্যাল জয়েন্টে মুখ খুবড়ে পড়েন অনিতা। একবার রাজ্য মেডিক্য়াল জয়েন্টে ভাল ফল করার পরও কেন তাঁকে নতুন করে অভিন্ন মেডিক্যাল জয়েন্টে বসতে হবে এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনিতা।