For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণশোধ করতে পারেননি! নিজেই নিজেকে শাস্তি দিলেন মহারাষ্ট্রের কৃষক

ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ফলে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন মহারাষ্ট্রের এক কৃষক।

  • |
Google Oneindia Bengali News

ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ফলে নিজেই আত্মহননের পথ বেছে নিলেন মহারাষ্ট্রের এক কৃষক। নিজের হাতে চিতা সাজিয়ে আগুনে পুড়িয়ে দিলেন নিজেকে। মহারাষ্ট্রের নন্দেড় জেলায় এই ঘটনা ঘটেছে।

নিজের হাতে চিতা সাজিয়ে আত্মহত্যা মহারাষ্ট্রে, পিছনে রয়েছে করুণ কাহিনি

পুলিশ জানিয়েছে, নিহতের নাম পোতান্না রামালু বোলপিলওয়াড়। তিনি ঋণ নিয়ে শোধ করতে পারেননি। ব্যাঙ্ক ও কো-অপারেটিভ সোস্যাইটি থেকে তিনি ফসলের জন্য ঋণ নিয়েছিলেন।

জানা গিয়েছে, রামালু ঋণমকুবের জন্য অনলাইনে আবেদনও করেন। তবে তা মঞ্জুর হয়নি। তালিকায় তাঁর নাম ওঠেনি। যা দেখে তিনি ভেঙে পড়েন।

[আরও পড়ুন:ভিনরাজ্যের ছাত্রীকে যৌন হেনস্থা কলকাতার ইনস্টিটিউটে, দুই ছাত্রের কাণ্ডকারখানায় লজ্জা][আরও পড়ুন:ভিনরাজ্যের ছাত্রীকে যৌন হেনস্থা কলকাতার ইনস্টিটিউটে, দুই ছাত্রের কাণ্ডকারখানায় লজ্জা]

শুক্রবার নিজের গ্রাম তুরাতির ক্ষেতে যান রামালু। এই এলাকা মুম্বই থেকে ৫৭৫ কিমি দূরে অবস্থিত। সেখানেই নিজের চিতা সাজিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

[আরও পড়ুন:সিঁথিতে সিঁদুর হাতে শাঁখা-পলা, বিবস্ত্র তরুণী পড়ে চা-বাগানে, আঁতকে উঠেছিলেন শ্রমিকরা][আরও পড়ুন:সিঁথিতে সিঁদুর হাতে শাঁখা-পলা, বিবস্ত্র তরুণী পড়ে চা-বাগানে, আঁতকে উঠেছিলেন শ্রমিকরা]

পরের দিন বাড়ি না ফিরলে ছেলে মহাদু বোলপিলওয়াড় গ্রামে যান। সেখানে গিয়ে দেখেন আসল ঘটনা। খবর দেওয়া হলে দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনায় মহারাষ্ট্রের কৃষকদের দৈন্যদশা ফের সামনে এল বলে মনে করা হচ্ছে।

English summary
Debt-ridden farmer in Maharashtra kills self by lighting own pyre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X