For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নের মুখে 'আগ্রা মডেল', কোয়ারেন্টাইন সেন্টারের গেটে ছুঁড়ে দেওয়া হচ্ছে জল, বিস্কুট

প্রশ্নের মুখে 'আগ্রা মডেল', কোয়ারেন্টাইন সেন্টারের গেটে ছুঁড়ে দেওয়া হচ্ছে জল, বিস্কুট

  • |
Google Oneindia Bengali News

এবার নেটিজেন মহলে সমালোচনার ঝড় উত্তর প্রদেশ সরকার ঘোষিত 'আগ্রা মডেল নিয়েই'। বাইরে থেকে কোয়ারেন্টাইন সেন্টারের গেটে ছুঁড়ে দেওয়া হচ্ছে জল, বিস্কুট৷ সামাজিক দূরত্ব না মেনেই অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহ করতে গেটের ভিতরে ভীড় জমিয়েছেন আক্রান্তরা৷ ভিডিও সামনে আসতেই চক্ষু চড়ক গাছ দেশবাসীর। জেনে নিন অবস্থা।

প্রশ্নের মুখে 'আগ্রা মডেল'

প্রশ্নের মুখে 'আগ্রা মডেল'

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র আগ্রার করুন ছবি।দেখা যাচ্ছে, পিপিই পরিহিত এক ব্যক্তি গেটের বাইরে থেকেই কোয়ারেন্টাইনবাসীর উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন জল, বিস্কুটের প্যাকেট। ভিডিও ভাইরাল হতেই বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে যোগী সরকারের ঘোষিত 'আগ্রা মডেল' নিয়ে।

তীব্র অব্যবস্থার ছবি আগ্রা মডেল ঘিরে

তীব্র অব্যবস্থার ছবি আগ্রা মডেল ঘিরে

উত্তর প্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় সারদা গ্রুপের হিন্দুস্তান কলেজটিকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয় সরকারি তরফে। কিন্তু সেখানেই নজরে এল তীব্র অ-ব্যবস্থার ছবি। মিলছেনা খাবার, নেই সঠিক চিকিৎসা ও। এদিকে ঘটনা ধামাচাপা দিতে এই ভিডিয়ো ‘দিন কয়েক আগের' এবং ‘বর্তমানে সব ঠিক রয়েছে' বলে সাফাই দেওয়ার চেষ্টা করে যোগী সরকার।

ক্রমশ অবনতির পথে আগ্রা

ক্রমশ অবনতির পথে আগ্রা

আগ্রায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৭০ ছাড়িয়েছে, মৃত ১০। অভিযোগের পর জেলাশাসক স্থানটি পরিদর্শন করে আসেন বলে খবর। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের মুখ্যসচিব অশ্বিনী কুমার বলেন, ‘ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ওইদিন খাবর দিতে সামান্য দেরি হয়েছিল, ফলে বাসিন্দারা অস্তির হয়ে উঠেছিলেন।' তবুও করোনা রোধে রাজ্যবাসীর জন্য যোগী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রতীকী ছবি

English summary
Water and biscuits are being thrown at the gate of the Quarantine Center in Agra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X