For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুমাসে শেষ বিচার প্রক্রিয়া, নাবালিকা ধর্ষণে মৃত্যুদন্ড হল দুই ব্যক্তির

মঙ্গলবার মান্দসৌরে এক শিশুকে গণধর্ষণের মামলায় জড়িত দুই ধর্ষককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। আসিফ ও ইরফান নামে দুই যুবক সহ কয়েকজন রাতভর তার উপর অত্যাচার করে তাকে হত্যার চেষ্টা করেছিল।

  • |
Google Oneindia Bengali News

আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে মঙ্গলবার মধ্যপ্রদেশের মান্দসৌরে মৃত্যুদণ্ড দেওয়া হল ইরফান, আসিফ নামে দুই আসামীকে। ঘটনার মাত্র দুইমাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা করা হল। মান্দসৌরে ওই নাবালিকার গণধর্ষণের ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। নির্যাতিতার পরিবারও ধর্ষকদের ফাঁসির দাবি করেছিলেন।

দুমাসে শেষ বিচার প্রক্রিয়া, নাবালিকা ধর্ষণে মৃত্যুদন্ড হল দুই ব্যক্তির

ঘটনাটি জুন মাসের। স্কুল থেকে ফেরার পথে ইরফান, আসিফ-সহ বেশ কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে গিয়েছিল। বাড়ি না ফেরায় চিন্তিত বাবা-মা থানায় জানিয়েছিলেন। পরদিন সকালে পুলিশ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে। তার সারা শরীরে ছিল ক্ষতচিহ্ন। সংজ্ঞাহীন অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে বিপদমুক্ত হয়েছে।

[আরও পড়ুন:সতর্ক হোন চালকরা, গতির সীমা ভাঙলে কারাবাস - কড়া হল কলকাতা পুলিশ][আরও পড়ুন:সতর্ক হোন চালকরা, গতির সীমা ভাঙলে কারাবাস - কড়া হল কলকাতা পুলিশ]

ঘটনার তদন্তে মধ্যপ্রদেশের পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। সিটের তদন্তে উঠে আসে আসিফ ও ইরফানের নাম। তাদের গ্রেফতার করা হয়। জানা যায় সারা রাত ধরে অত্যাচার চালানোর পর শিশুটিকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছিল। গত মাসে এই মামলায় একটি ৫০০ পাতার চার্জশিট দাখিল করা হয়। সেই সঙ্গে তদন্তকারীরা আদালতে সিসিক্যামেরার ফুটেজ জমা দেয়।

[আরও পড়ুন: দিল্লির এইমস হাসপাতালে জাল চিকিৎসক গ্রেফতার][আরও পড়ুন: দিল্লির এইমস হাসপাতালে জাল চিকিৎসক গ্রেফতার]

[আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ][আরও পড়ুন:কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা ]

English summary
On Tuesday death sentence has been given to two rapists involved in mandsaur mass rape of a child.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X