For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ বছরের নিচে বালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আইন লাগু রাজে সরকারের

বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ সরকার এর আগেই ঘোষণা করেছিল যে ১২ বছরের নিচে বালিকার ধর্ষণের ঘটনার সাজা মৃত্যুদণ্ড। এবার গেরুয়া দূর্গ রাজস্থানের বিজেপি সরকারও একই আইন সমৃদ্ধ বিল পাশ করল বিধানসভায়।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ সরকার এর আগেই ঘোষণা করেছিল যে ১২ বছরের নিচে বালিকার ধর্ষণের ঘটনার সাজা মৃত্যুদণ্ড। এবার গেরুয়া দূর্গ রাজস্থানের বিজেপি সরকারও একই আইন সমৃদ্ধ বিল পাশ করল বিধানসভায়। শুধু বসন্ধরা রাজে র রাজস্থান সরকারই নয়, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র সরকারও বালিকাদের ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের আই পাশ করেছে বিধানসভায়।

১২ বছরের নিচে বালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আইন লাগু রাজে সরকারের

রাজস্থান বিধানসভায় এদিন, অপরাধমূলক আইন ২০১৮ , সংস্কার করা হয়। যার দ্বারা ৩৭৬ -এএ ধারাতে এই দণ্ডের আর্জি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও ১২ বছর বা তার নিম্নের বালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা ১৪ বছরের কারাদণ্ড। এই ১৪ বছরের কারাদণ্ড ক্ষেত্রে বিশেষে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার কথাও বলা হয়েছে বিলে।

এর আগে রাজস্থানে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বিধানসভায় বাজেট অধিবেশনে জানিয়েছিলেন যে , আরও বেশ কিছু কঠোর আইন লাগু হতে চলেছে সরকারের তরফে। এরপরই আসে এই নয়া আইন। উল্লেখ্য, আবছরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। রাজ্য জুড়ে বেশ কিছু ইস্যুতে অস্বস্তিতে রাজে সরকার। এরকম এক পরিস্থিতিতে এই ধরনের আইন আসা ,বেশ প্রাসঙ্গিক বলে দাবি অনেকেরই।

English summary
death penalty for rape of girls under 12 years of age Now in BJP led Rajasthan .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X