For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার বাধ্যতামূলক নিয়ে ফের ব্যাকফুটে কেন্দ্র, কী জানাল সুপ্রিমকোর্টে

সরকারি সুযোগ- সুবিধে পেতে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল কেন্দ্রীয় সরকার।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সরকারি সুযোগ- সুবিধে পেতে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল কেন্দ্রীয় সরকার। আগে এই সময়সীমা ৩০শে সেপ্টেম্বর ছিল। গত সপ্তাহে গোপনীয়তারক্ষাকে মৌলিক অধিকারের তকমা দেওয়ার পরই আধার কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল।

আধার বাধ্যতামূলক নিয়ে ফের ব্যাকফুটে কেন্দ্র, কী জানাল সুপ্রিমকোর্টে

নভেম্বরের প্রথম সপ্তাহে সেই পিটিশনের শুনানি তালিকাভুক্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল আর্জি জানিয়েছেন, এই মামলার শুনানি তিন সদস্যের বেঞ্চে না করে যেন ৫ সদস্যের বেঞ্চে করা হয়। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, আপাততভাবে তিরিশে সেপ্টেম্বর থেকে পিছিয়ে আধার বাধ্যতামূলকের সময়সীমা ৩১শে ডিসেম্বর করা হয়েছে।

[আরও পড়ুন:গোপনীয়তারক্ষার অধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের][আরও পড়ুন:গোপনীয়তারক্ষার অধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের]

গত ২৭ জুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩০জুন থেকে বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হচ্ছে। সেসময় এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিমকোর্টও কেন্দ্রের বিজ্ঞপ্তির ওপর কোনও স্থগিতাদেশ জারি করেনি। মামলাকারীদের দাবি ছিল, মিড ডে মিলেও আধার বাধ্যতামূলক করলে বহু ছাত্র বঞ্চিত হবে। তবে শুনানি চলাকালীন সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, কোনও আশঙ্কার ভিত্তিতে আদালতের রায় হতে পারে না।

English summary
The deadline for making Aadhar mandatory for social benefits has been extended to 31st december, Center told Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X