For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুর কয়েকঘণ্টা পর গা ঝাড়া দিয়ে উঠে বসে কথা বলতে শুরু করল 'মড়া'

রাজস্থানের ঝুনঝুনু জেলার ক্ষেত্রী তহশিলের গুজ্জর পরিবার দীপাবলির আগে দ্বিগুণ খুশিতে মেতে উঠল।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের ঝুনঝুনু জেলার ক্ষেত্রী তহশিলের গুজ্জর পরিবার দীপাবলির আগে দ্বিগুণ খুশিতে মেতে উঠল। তবে এই আনন্দের আগে গ্রাস করেছিল দুঃখ। স্বজন হারানোর দুঃখ। কারণ বাড়ির বয়ঃজ্যেষ্ঠ বুধরাম গুজ্জর প্রয়াত হয়েছেন বলে ধরে নিয়েছিলেন সকলে। যার ফলে পরিবারের সকলে শোকাহত হয়ে পড়েন।

মৃত্যুর কয়েকঘণ্টা পর গা ঝাড়া দিয়ে উঠে বসল মড়া, তারপর যা হল

শনিবার দুপুরে বুধরাম গুজ্জর (৯৫) হঠাত অজ্ঞান হয়ে যান। তাঁর বাড়ি বকতানওয়ালান কি ধানিতে। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে নিয়ে আসেন। তিনি এসে ঘোষণা করেন বুধরাম গত হয়েছেন।

এই শুনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্বজন হারানোর শোকের মধ্যেই আয়োজন হয় শেষকৃত্যের। ডাকা হয় পুরোহিত। বাড়ির একটি কোণে বুধরামের দেহ শায়িত ছিল। কিছুটা শেষকৃত্যের কাজ করার পরে বুধরামের দেহে জল ঢালতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন ধড়ে প্রাণ রয়েছে।

জলের ছোঁয়া পড়তেই দেহ নড়ে ওঠে। তারপরই হইচই পড়ে যায়। দেহ তুলে আনা হয় অন্য খাটে। সেখানে সামান্য শুশ্রুষার পরই বুধরাম গা ঝাড়া দিয়ে ওঠেন। তারপরে বলেন, তাঁর বুকে ব্যথা করছিল। তারপরে তিনি ঘুমিয়ে পড়েন।

পরিবারের সবচেয়ে বয়ঃজ্যেষ্ঠর এভাবে মরে গিয়ে ফিরে আসায় খুশি সকলে। এবার দ্বিগুণ আনন্দে সকলে দিওয়ালি উদযাপন করবেন বলে জানিয়েছেন।

English summary
'Dead' old man comes back to life in Rajasthan, family celebrates Diwali with double happiness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X