For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদানে বিশেষ ছাড়পত্র পেল সিরামের কোভোভ্যাক্স

ছাড়পত্র পেল সিরামের কোভোভ্যাক্স

Google Oneindia Bengali News

কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক-ভি-এর পর আরও এক করোনা টিকাকে ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিল ভারতের জাতীয় ঔষধ নিয়ামক। করোনা কালের কালো থাবা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ সহ গোটা বিশ্ব। কিন্তু তাও পরবর্তীতে এর প্রকোপ আর থাকবে না বলেও মনে করছেন না বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই তৃতীয় পেড়িয়ে চলতি বছরেই দেশ তথা বিশ্ব করোনার চতুর্থ ঢেউ দেখতে পারে বলে মনে করছেন বহু বিজ্ঞানী। আর সেখানে শিশু, কিশোর থেকে মাঝ বয়সী, সকলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই এবার জরুরী ভিত্তিতে আরও এক টিকাকে ছাড়পত্র দিল কেন্দ্র।

কোভোভ্যাক্সের ছাড়পত্র

কোভোভ্যাক্সের ছাড়পত্র

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ভ্যাকসিন কোভোভ্যাক্স ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার, এসআইআই অনুমোদনের জন্য ডিসিজিআই-এর কাছে অনুমোদন পাঠিয়েছিল। সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে, ভারতীয় ঔষধ নিয়ামক ডিসিজিআই ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের জরুরী ব্যবহারের জন্য এই টিকাকে শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে। তবে শীঘ্রই ছোট শিশুদের জন্যও কোভোভ্যাক্সের অনুমোদন চাওয়া হবে বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা।

পুনাওয়ালার টুইট

পুনাওয়ালার টুইট

ডিসিজিআই-এর কাছ থেকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই সিরাম-এর সিইও আদর পুনাওয়ালা টুইট করেছেন। তিনি লিখেছেন "ভারতের সিরাম ইনস্টিটিউটের ব্র্যান্ড কোভোভ্যাক্সের জন্য দেশে গবেষণা সম্পন্ন হয়েছে৷ ডিসিজিআই এই মুহূর্তে ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। অল্পবয়সী শিশুদের জন্য শীঘ্রই সংস্থা টিকা অনুমোদনের দিকে অগ্রসর হবে।"

 চতুর্থ ভ্যাকসিন

চতুর্থ ভ্যাকসিন

প্রসঙ্গত, সিরামের কোভোভ্যাক্স দেশে ১৮ বছরের কম বয়সীদের জন্য উপলব্ধ চতুর্থ অ্যান্টি-করোনাভাইরাস ভ্যাকসিন হতে চলেছে। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অর্থাৎ ডিসিজিআই-এর কোভিড -19 বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে কোভাভ্যাক্সের জরুরি ব্যবহারের অনুমোদন মিলেছে। সিরাম ইনস্টিটিউটের সরকার এবং নিয়ন্ত্রক বিষয়ক পরিচালক প্রকাশ কুমার সিং জানিয়েছেন, দেশের প্রায় ২৭০৭ জন স্বেচ্ছাসেবক ছেলে মেয়ের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে কোভোভ্যাক্স টিকা করোনা ঠেকাতে কার্যকর, পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও নিরাপদ। সেই সঙ্গে গবেষণায় দেখা গেছে যে কোভোভ্যাক্স আরও কার্যকর, আরও অনাক্রম্যতা তৈরি করে৷ এমনটাই জানিয়েছেন প্রকাশ সিং। এই মুহূর্তে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। এর আগে জাইকভ-ডি ভ্যাকসিনকে কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার জন্য অনুমতি মিলেছিল।

English summary
dcgi approves new corona vaccine covovax for teenager
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X